ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে বিভাজন চলবে না: নাহিদ ইসলাম

২০২৫ ডিসেম্বর ১৬ ২১:১৪:৩২

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে বিভাজন চলবে না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় রাজনীতিতে এখন ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে ভাগ করা যাবে না, তেমনি ইসলামের নামেও কোনো বিভাজন চলবে না। ‘মুক্তিযুদ্ধ আমার এবং জুলাইও আমার’—এই চেতনাই হবে আগামীর ভিত্তি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীতে ‘আগ্রাসনবিরোধী যাত্রা’ শেষে শাহবাগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নে এখনো চূড়ান্ত সুরাহা করতে পারিনি। আওয়ামী লীগ তাদের রাজনীতির স্বার্থে ‘মুজিববাদ’ দিয়ে জাতিকে বিভক্ত করে রেখেছিল। ৫ আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে আওয়ামী লীগের দলীয় বয়ান থেকে মুক্ত করে নতুন বয়ান প্রতিষ্ঠা করেছি।’

পার্শ্ববর্তী দেশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশ বারবার বাংলাদেশকে তাদের তাবেদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। কিন্তু আমরা তা হতে দেব না। মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি এবং এটি সবার।’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় হুঁশিয়ারি উচ্চারণ করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘হাদির ওপর হামলার বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই। আমাদের নিরাপত্তা আমাদেরই নিশ্চিত করতে হবে। জনগণ ছাড়া আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নেই। পুলিশ বাহিনী যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে আমরা পাল্টা আঘাত চালাতে বাধ্য হব।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি মহল বাংলাদেশের নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে আমরা সব বাধা উপেক্ষা করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক উত্তরণ চাই।’

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত