ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
মক নিলাম: মুস্তাফিজ, তানজিম সাকিব কোন দলে-ভিত্তিমূল্য কত?
সরকার ফারাবী: আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলাম। তার আগেই ক্রিকেটপ্রেমীদের জন্য এক ভিন্ন স্বাদ এনে দেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি আয়োজন করেন একটি মক নিলাম, যা নিছক মজার হলেও আসন্ন মূল নিলামে দলগুলোর কৌশল ও আগ্রহের একটি স্পষ্ট আভাস দিয়েছে।
এই মক নিলামে বিশেষভাবে নজর কেড়েছেন বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। মুস্তাফিজকে দলে নিতে দর কষাকষিতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মুস্তাফিজের দাম বেড়ে দাঁড়ায় ৩ কোটি ৫০ লাখ রুপি। ওই মূল্যেই তাকে মক নিলামে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
অন্যদিকে, তানজিম হাসান সাকিবকে নিয়ে তেমন দর কষাকষি হয়নি। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যেই তাকে কিনে নেয় গুজরাট টাইটান্স। মক নিলামের এই ফলাফল মূল নিলামে তানজিমের সম্ভাবনাকেও শক্ত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মূল নিলামে গুজরাট টাইটান্সের তানজিমে আগ্রহী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কাগিসো রাবাদার সঙ্গে জুটি গড়ার জন্য একজন বিদেশি বোলার খুঁজছে ফ্র্যাঞ্চাইজিটি। সে বিবেচনায় তানজিম তাদের পরিকল্পনায় মানানসই হতে পারেন। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেও মুস্তাফিজের জায়গা করে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমান চ্যাম্পিয়নদের দলে জশ হ্যাজলউডের ব্যাকআপ হিসেবে একজন অভিজ্ঞ পেসার দরকার। পাশাপাশি চোটজর্জর যশ দয়ালের বিকল্প হিসেবে একজন বাঁহাতি পেসারের প্রয়োজন এই দুই দিক থেকেই মুস্তাফিজ হতে পারেন উপযুক্ত পছন্দ।
সার্বিকভাবে নিলামের সম্ভাব্য চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, তানজিম সাকিবের প্রতি আগ্রহ দেখাতে পারে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টস। আর মুস্তাফিজের জন্য বিড করতে পারে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। এমনকি সানরাইজার্স হায়দরাবাদের রাডারেও থাকতে পারেন আরেক বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন