ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচন অফিসের নিরাপত্তায় আইজিপিকে চিঠি দিল ইসি

২০২৫ ডিসেম্বর ১৪ ১২:২২:০৮

নির্বাচন অফিসের নিরাপত্তায় আইজিপিকে চিঠি দিল ইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের একাধিক স্থানে নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে সারা দেশের মাঠপর্যায়ের সব নির্বাচন অফিসের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) জরুরি চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৪ ডিসেম্বর) ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১১ ডিসেম্বর নির্বাচনের সময়সূচি ঘোষণার পরপরই দুর্বৃত্তরা লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করেছে। আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের এসব অফিসে নির্বাচন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, মালামাল এবং ইভিএমসহ নানা যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে।

এমতাবস্থায় রাষ্ট্রীয় সম্পদ ও নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক হয়ে পড়েছে। তাই অনতিবিলম্বে দেশের সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করার জন্য ইসি নির্দেশ দিয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ সিদ্ধান্তে প্রতি ভরিতে ৩ হাজার ৪৫২... বিস্তারিত