ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

‘তারেক রহমান ফিরলে গণতন্ত্রের আন্দোলন আরও বেগবান হবে’

২০২৫ ডিসেম্বর ১৩ ১৬:১০:৩৩

‘তারেক রহমান ফিরলে গণতন্ত্রের আন্দোলন আরও বেগবান হবে’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই সম্ভাবনাকে সামনে রেখে তিনি দলীয় নেতা-কর্মীদের আসন্ন জাতীয় নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বিএনপির ‘দেশ গড়ার’ যে স্বপ্ন, রূপরেখা ও প্রত্যয় তা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে। এই কর্মসূচি সেই ভবিষ্যৎ বাংলাদেশেরই অংশ। তিনি উল্লেখ করেন, আগামী ২৫ তারিখে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের আগমনকে ঘিরে জনগণের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

আমীর খসরু বলেন, যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এবং দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে গণতান্ত্রিক সংগ্রামকে এগিয়ে নিয়েছেন সেই আন্দোলনের অগ্রনায়ক তারেক রহমান ইনশাল্লাহ দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্র ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম আরও শক্তিশালী হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন কোনো দলের একক জয় নয়। এটি গণতন্ত্রের বিজয়। বিএনপি বরাবরই গণতন্ত্রের টর্চ বেয়ারার হিসেবে দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও সেই দায়িত্ব পালন করবে।

বিদেশে পরিচালিত একটি জরিপের কথা উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জানান, ওই জরিপে মানুষ কেন বিএনপিকে ভোট দিতে চায় এ প্রশ্নের উত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নাম উঠে এসেছে। পাশাপাশি গণতন্ত্রের ধারক ও বাহক হিসেবে বিএনপির প্রতি জনগণের আস্থার বিষয়টিও সেখানে প্রতিফলিত হয়েছে।

দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, বর্তমানে দেশে যে রাজনৈতিক চর্চা চলছে, তা মবোক্রেসির দিকে ধাবিত হচ্ছে। অন্যকে অসম্মান করা, কটূক্তি করা এবং অজুহাতে অস্থিতিশীলতা তৈরির রাজনীতি দেশের গণতন্ত্রের জন্য হুমকি। বিএনপি শান্তিপূর্ণ, সহনশীল ও দায়িত্বশীল রাজনীতির অঙ্গীকার করেছে এবং সেই অবস্থান থেকে কোনোভাবেই সরে আসা যাবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এতে আরও বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা জিয়া হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি... বিস্তারিত