ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

হাদির হত্যাচেষ্টায় জড়িতকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

২০২৫ ডিসেম্বর ১৩ ১৪:৫৪:২৫

হাদির হত্যাচেষ্টায় জড়িতকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, “ওসমান হাদির জন্য সবাই দোয়া করবেন। তাকে হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কারের ব্যবস্থা করেছে। সবার দোয়ায় তিনি আবার আমাদের মধ্যে ফিরতে সক্ষম হবেন।”

তিনি আরও জানান, আসামি ধরার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, সবার সহযোগিতায় খুব শিগগিরই অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

ভবিষ্যৎ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ফ্যাসিস্টদের গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে হবে। এতদিন শুধুমাত্র সরকারি কর্মচারীরাই অস্ত্রের লাইসেন্স পেতেন। এখন যারা নির্বাচনে অংশ নেবেন, তাদেরও লাইসেন্স দেওয়া হবে। যাদের অস্ত্র সরকারের কাছে জমা আছে, তা ফেরত দেওয়া হবে।”

জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও তিনি বলেন, সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপরাধীর জামিন নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি, কিন্তু জামিন দেওয়ার ক্ষমতা আদালতের। আমরা তাকে আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছি।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও নিশ্চিত করেন, আগামী ২৫ ডিসেম্বর দেশে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত