ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

হাদিকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ১২ ১৬:৩৭:২০

হাদিকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচনী সময়ের এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য।

প্রধান উপদেষ্টা আহত হাদির জীবনরক্ষায় প্রয়োজনীয় সব চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি চিকিৎসা অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষ দিকনির্দেশনাও দিয়েছেন।

এ ঘটনায় দ্রুত তদন্ত শুরু করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এজন্য ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং হামলার পেছনে সংগঠিত কোনো পরিকল্পনা থাকলে তা খতিয়ে দেখতে হবে।

তিনি আরও বলেন, “নির্বাচনে বাধা দেওয়ার উদ্দেশ্যে কোনো সহিংসতা সহ্য করা হবে না। জনগণের নিরাপত্তা ও প্রার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দোষী যে-ই হোক, তাকে আইনের আওতায় আসতেই হবে।”

তিনি রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মী ও জনগণকে সংযম ও শান্তি বজায় রাখার আহ্বান জানান, যাতে নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে সম্পন্ন হয়।

এদিকে, গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানান, তার মাথায় গুলিবিদ্ধ হওয়ায় তিনি বর্তমানে কোমায় আছেন এবং অবস্থা অত্যন্ত সংকটজনক।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তার ওপর হামলা চালায়। পরে বেলা ২টা ৩৫ মিনিটে তাকে ঢামেকে নেওয়া হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি... বিস্তারিত