ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

তারেক রহমান

'দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে আমাদের জনগণের ম্যান্ডেট প্রয়োজন'

২০২৫ ডিসেম্বর ১২ ০০:২৪:৩৭

'দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে আমাদের জনগণের ম্যান্ডেট প্রয়োজন'

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনের ‘ভোট যুদ্ধ’ মোকাবিলায় দলের সব পর্যায়ের নেতাকর্মীদের একযোগে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অতীতের সব ষড়যন্ত্র ও নির্যাতন আপনারা যেমন সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছেন, তেমনি আগামী নির্বাচনী যুদ্ধেও আপনাদের জয়ী হতে হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কর্মশালায় সারা দেশ থেকে আসা দলের বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন।

তারেক রহমান বলেন, “আপনারা পরীক্ষিত সৈনিক। ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র থেকে শুরু করে গত ১৫ বছরের স্বৈরাচারী শাসন—সবই আপনারা মোকাবিলা করে এই দলকে টিকিয়ে রেখেছেন। তাহলে সামনের নির্বাচনী যুদ্ধ কেন পারবেন না? দলের উন্নয়ন পরিকল্পনাগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।”

নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, “এলাকায় কাজ করার সময় আপনাদের সামনে কোনো ব্যক্তি থাকবে না, থাকবে শুধু ‘ধানের শীষ’। ধানের শীষের পক্ষে জনমত গঠন করে তা ব্যালট বাক্সে নিয়ে আসতে হবে। দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে জনগণের ম্যান্ডেট বা সমর্থন আমাদের প্রয়োজন।”

প্রচারণার কৌশল সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “শুধু বড় মিটিং করলে হবে না। ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে ঘরে ঘরে যেতে হবে, মাঠে-ঘাটে যেতে হবে। কৃষকের ক্ষেত, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, স্কুলের শিক্ষক, মা-বোন এবং স্কুল-কলেজের তরুণ প্রজন্মের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে।”

অপপ্রচার রোধে সতর্ক করে তিনি বলেন, “আপনারা যদি মাঠে না থাকেন, তবে অন্যরা গিয়ে জনগণের মাঝে মিথ্যা ও বিভ্রান্তি ছড়াবে। এই বিভ্রান্তি বন্ধ করতে হলে আপনাদের মাঠে উপস্থিত থাকা অপরিহার্য।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি... বিস্তারিত