ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ধর্ষণের অভিযোগে ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে চার্জশিট
স্পোর্টস ডেস্ক: রাজধানীর গুলশানের একটি হোটেলে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী ওই তরুণীকে রায়হান একাধিকবার ধর্ষণ করেছেন বলে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে।
বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম এই তথ্য জানান। পেস বোলিং অলরাউন্ডার রায়হান বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়।
তদন্তকারী কর্মকর্তা জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, ধর্ষণের ঘটনা মামলার ছয় মাস আগে ঘটায় কোনো আলামত জব্দ করা যায়নি। বাদীও কোনো আলামত দিতে পারেননি। তবে হোটেলের রেজিস্ট্রার বুকের গেস্ট বুকিং স্লিপ, তরুণী ও আসামির পাসপোর্ট কপি জব্দ করা হয়েছে। ডিএনএ পরীক্ষায় কোনো তথ্য পাওয়া যায়নি। সার্বিক তদন্তে প্রথম দিনের ঘটনা, হোটেল বুকিং কপি, মেডিক্যাল রিপোর্টসহ অন্যান্য বিষয় বিশ্লেষণ করে আসামি তোফায়েলের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে।
ভুক্তভোগী তরুণী বলেন, “বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন রায়হান। বিষয়টি সমাধানে তার পরিবারের কাছে গিয়েও ফল পাইনি। একপর্যায় বিসিবি প্রেসিডেন্টকে লিখিত অভিযোগ দিয়েছি, তিনি আশ্বাস দিয়েও কথা রাখেননি। প্রতিনিয়ত বিভিন্নভাবে সম্মানহানি ও হেনস্তার শিকার হচ্ছি। আমি আদালতে ন্যায়বিচার চাই।”
মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ফেসবুকে পরিচয় হয় ভুক্তভোগী ও আসামি তোফায়েলের। এরপর ফেসবুক মেসেঞ্জারে কথোপকথন শুরু হয়। একপর্যায় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পর তোফায়েল প্রেমের প্রস্তাব দেন। তরুণী প্রথমে রাজি না হলেও বিয়ের প্রলোভন দেখিয়ে রাজি করানো হয়। ৩১ জানুয়ারি তাকে স্ত্রী পরিচয়ে গুলশানের একটি হোটেলে নিয়ে প্রথমবার ধর্ষণ করেন রায়হান। পরে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রায়হান বিয়ে করতে অস্বীকৃতি জানান।
এই ঘটনায় ১ আগস্ট ভুক্তভোগী তরুণী গুলশান থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট তোফায়েলকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন। একই সঙ্গে জামিন শেষ হওয়ার আগে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার নির্দেশ থাকলেও তিনি তা করেননি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি