ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সেই গৃহকর্মী আয়েশা গ্রেপ্তারের পর জানা গেল চাঞ্চল্যকর তথ্য

২০২৫ ডিসেম্বর ১০ ১৬:৩১:২২

সেই গৃহকর্মী আয়েশা গ্রেপ্তারের পর জানা গেল চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনাকে ঘিরে বহুল আলোচিত মামলায় গৃহকর্মী আয়েশা অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন। বুধবার দুপুরে ঝালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গত সোমবার সকালে শাহজাহান রোডের একটি ১৪ তলা ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) এবং তাঁর মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) কে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়। নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। ওই মর্মান্তিক ঘটনা দেশজুড়ে আতঙ্ক ও ক্ষোভের জন্ম দেয়।

ঘটনার পর থেকেই গৃহকর্মী আয়েশাকে পলাতক হিসেবে শনাক্ত করে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তার অবস্থান শনাক্ত হয় বলে পুলিশ জানায়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা হত্যার কথা স্বীকার করেছে। সে দাবি করেছে, বাসা ছাড়ার সময় গৃহকর্তী লায়লা আফরোজ তাকে চুরির সন্দেহে আটকালে তল্লাশির ভয় থেকে তিনি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। চিৎকার শুনে মেয়ে নাফিসা এগিয়ে এলে তাকেও আক্রমণ করেন। নিজের হাতেও কোপ লাগে বলে দাবি করেন আয়েশা।

তবে আয়েশার বর্ণনায় অসঙ্গতি রয়েছে বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলছেন, তার স্বীকারোক্তির বিভিন্ন দিক যাচাই করা হবে ঘটনার পেছনে আর কেউ ছিল কি না, কিংবা এটি পরিকল্পিত হত্যা কি না এসব দিকও তদন্তের আওতায় রাখা হচ্ছে।

এর পাশাপাশি আয়েশার স্বামী রাব্বীকেও নলছিটি থেকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তার দেওয়া তথ্যের সূত্র ধরেই আয়েশাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তদন্তে আরও জানা গেছে, আয়েশা ছয় মাস আগে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার একটি বাসায় চুরির সঙ্গে জড়িত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত