ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

আগামী নির্বাচন ঐতিহাসিক করার নির্দেশ প্রধান উপদেষ্টার

২০২৫ ডিসেম্বর ১০ ১৪:৫৩:৫২

আগামী নির্বাচন ঐতিহাসিক করার নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের নতুন ভবিষ্যৎ গঠনের এক গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি বলেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করলে তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারাদেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদানকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। ভিডিও কনফারেন্সের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এতে সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা যুক্ত ছিলেন।

ড. ইউনূস ইউএনওদের উদ্দেশে বলেন, ইতিহাস আমাদের নতুন সুযোগ দিয়েছে, যা অন্য কোনো প্রজন্ম পাবে না। এই সুযোগ কাজে লাগালে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব, না হলে জাতি মুখ থুবড়ে পড়বে। তিনি উল্লেখ করেন, এর আগের নির্বাচনে প্রতারণার ঘটনা ঘটেছে এবং সেই ভুল আর পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।

তিনি বলেন, আগামী নির্বাচন একটি ঐতিহাসিক দায়িত্ব; যদি দায়িত্বপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করা যায়, তা জনগণের জন্যও স্মরণীয় হবে। ইউএনওদের দায়িত্ব হলো নির্বাচনের সময় শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করা, প্রতিটি পোলিং স্টেশন পরিদর্শন করা, এলাকার পক্ষ, এলাকাবাসী ও সহকর্মীদের সঙ্গে সমন্বয় করে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।

ড. ইউনূস ভোটারদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ভোটারদের বোঝাতে হবে, মন ঠিক করে হ্যাঁ-তে ভোট দেবেন নাকি না-তে। তিনি কর্মকর্তাদের ধাত্রীর সঙ্গে তুলনা করে বলেন, ধাত্রী ভালো হলে শিশুও ভালো জন্মায়। এছাড়া তিনি নারীদের নিরাপদ ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করার নির্দেশ দেন এবং অপতথ্য ও গুজব প্রতিরোধের জন্য সক্রিয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

প্রধান উপদেষ্টা শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা হবে উল্লেখ করে ইউএনওদের বলেন, নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত প্রতিটি কাজের পরিকল্পনা ও প্রস্তুতি এখন থেকেই নিন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এবং জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক:

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত