ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

উদ্যোক্তা পরিচালকের ৫ লাখ শেয়ার উপহার দেওয়ার ঘোষণা

২০২৫ ডিসেম্বর ০৯ ১৬:১৭:২১

উদ্যোক্তা পরিচালকের ৫ লাখ শেয়ার উপহার দেওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মনোস্পুল বাংলাদেশ পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক মোস্তফা জামাল মহিউদ্দিন ঘোষণা দিয়েছেন, তিনি তার মালিকানাধীন শেয়ারগুলোর মধ্যে ৫ লাখ শেয়ার স্ত্রী আফরোজা বেগমের কাছে উপহার হিসেবে হস্তান্তর করবেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

ডিএসই জানায়, বর্তমানে মোস্তফা জামাল মহিউদ্দিনের নামে মোট ৫ লাখ ৭০ হাজার ২৩৬টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৫ লাখ শেয়ার তিনি তার স্ত্রীকে দিতে যাচ্ছেন। আফরোজা বেগম বর্তমানে কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার।

কোম্পানিটি আরও জানিয়েছে, শেয়ার হস্তান্তরটি এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন হবে। অর্থাৎ, বাজারে লেনদেন না করে সরাসরি উপহার হিসেবে শেয়ারগুলো তার স্ত্রীর নামে দেওয়া হবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত