ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

বিএনপির সঙ্গে জোট গঠন নিয়ে যা জানালেন রাশেদ খাঁন

২০২৫ ডিসেম্বর ০৮ ২১:২৫:৩৫

বিএনপির সঙ্গে জোট গঠন নিয়ে যা জানালেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি বা অন্য কোনো ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জোটের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পরই বিএনপিসহ সমমনা দলগুলোর সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, “বিএনপির ৩১ দফার সঙ্গে গণঅধিকার পরিষদসহ অন্যান্য ফ্যাসিবাদবিরোধী দলগুলো নীতিগতভাবে একমত পোষণ করেছে। অতীতে আমরা রাজপথে বিএনপির সঙ্গে যুগপৎভাবে লড়াই করেছি। তাই জোটের বিষয়ে আগেও আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তফসিলের পর।”

নিজ নির্বাচনী এলাকা ঝিনাইদহ-২ আসনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “আমি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি এবং মাঠের বাস্তবতা বোঝার চেষ্টা করছি। আমাদের দলের জনপ্রিয়তা কতটা বেড়েছে, তা জরিপ করে দেখা হচ্ছে।”

জোট হলে স্থানীয় বিএনপির ভূমিকা কী হবে—এমন প্রশ্নের জবাবে ছাত্র অধিকার পরিষদের সাবেক এই নেতা বলেন, “যদি জোট হয়, তবে প্রার্থীর বিষয়ে বিএনপিই সিদ্ধান্ত নেবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাউকে জোটের প্রার্থী ঘোষণা করলে স্থানীয় নেতাকর্মীরা তার বিরোধিতা করবেন না বলে আমি বিশ্বাস করি। স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গেও আমার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে।”

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত