ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি

২০২৫ ডিসেম্বর ০৮ ১৬:০০:৪৫

মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: আজ (০৮ ডিসেম্বর’২৫) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন ডিএসইর লেনদেন তালিকায় বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, একমি পেস্টিসাইডস এবং মুন্নু ফেব্রিক্স। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে সবেচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১৯ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ১০ পয়সা বা ৮.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪ টাকা ৬০ পয়সায়। আর শেয়ারটির দর ৫০ টাকা থেকে ৫৫ টাকা ৩০ পয়সায় উঠানামা করে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে একমি পেস্টিসাইডসের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১১ কোটি ৫৯ লাখ ২৭ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ৪.৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ৯০ পয়সায়। আর শেয়ারটির দর ১৭ টাকা ১০ পয়সা থেকে ১৮ টাকা ২০ পয়সায় উঠানামা করে।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে মুন্নু ফেব্রিক্সের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ৭ কোটি ৭৪ লাখ ২ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৪.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকায়। আর শেয়ারটির দর ২০ টাকা ২০ পয়সা থেকে ২১ টাকা ২০ পয়সায় উঠানামা করে।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত