ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

ইন্টার মায়ামি বনাম ভ্যানকুভার: ৪ গোলো শেষ ফাইনাল ম্যাচ-জানুন ফলাফল

২০২৫ ডিসেম্বর ০৭ ১১:৫৮:১১

ইন্টার মায়ামি বনাম ভ্যানকুভার: ৪ গোলো শেষ ফাইনাল ম্যাচ-জানুন ফলাফল

সরকার ফারাবী: লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন কেন তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আইকন। ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলে পরাজিত করে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে তার অসাধারণ পারফরম্যান্সই দলকে এনে দেয় এই ঐতিহাসিক অর্জন।

মাত্র আড়াই বছর আগে পিএসজি থেকে যুক্তরাষ্ট্রে যোগ দিয়েই মেসি মায়ামিকে তলানির দল থেকে তুলে এনেছেন লিগ শীর্ষে। বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির ক্যারিয়ারে ট্রফির কমতি না থাকলেও, ইন্টার মায়ামির হয়ে এই সাফল্য তার নতুন অধ্যায়কে আরও উজ্জ্বল করে তুলল।

শুরুতেই লিড, তারপর ম্যাচে নাটকীয় মোড়

ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। এডিয়ের ওকাম্পোর আত্মঘাতী গোল ভ্যানকুভারকে শুরুতেই চাপে ফেলে দেয়। তবে দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে আলী আহমেদ গোল করে আবারও ম্যাচে সমতা ফিরিয়ে আনেন।

এর পরই আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভ্যানকুভারের এমানুয়েল সাব্বির শট দুই পোস্টে লেগে ফিরে এলে ভাগ্য ফেলে যায় তাদের দিক থেকে। সেই সুযোগ কাজে লাগিয়ে আবারও ছন্দ ফেরায় মায়ামি, আর কেন্দ্রে ছিলেন তাদের সবচেয়ে বড় অস্ত্র লিওনেল মেসি।

মেসির এক ঝলকেই বদলে গেল খেলার চিত্র

১–১ অবস্থায় উত্তেজনার মধ্যেই মেসি এগিয়ে এনে দেন মায়ামিকে। ৭০ মিনিটে মাঝমাঠে বল ইন্টারসেপ্ট করার পর তিনি অবিশ্বাস্য নিখুঁত পাস বাড়ান রদ্রিগো ডি পলের উদ্দেশে। ডি পল দারুণভাবে বল নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন। গোলের পর দুই হাতে মেসিকে জড়িয়ে ধরার দৃশ্যে ফুটে ওঠে দলের আবেগ ও সম্মান।

ইনজুরি সময়ের ৯৪ মিনিটে আবারও মেসির থেকে আসে একটি নির্মাণশীল পাস। এই সুযোগ কাজে লাগিয়ে ট্যাডেও আলেন্দে ম্যাচের শেষ গোলটি করে স্কোরলাইন দাঁড় করান ৩–১–এ। নিশ্চিত হয় ইন্টার মায়ামির প্রথম এমএলএস কাপ মেসির নেতৃত্বে এক ইতিহাস।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত