ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সকে কিনল নেটফ্লিক্স

২০২৫ ডিসেম্বর ০৬ ১২:০২:২০

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সকে কিনল নেটফ্লিক্স

বিনোদন ডেস্ক: হলিউডের ইতিহাসে অন্যতম বড় ব্যবসায়িক ধামাকা ঘটিয়ে জনপ্রিয় প্রোডাকশন হাউস ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিয়েছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স।

শুক্রবার (৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই মালিকানা বদলের ঘোষণা দেওয়া হয়। দুই প্রতিষ্ঠানের মধ্যে এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন হয়েছে ৭২ বিলিয়ন মার্কিন ডলারে।

দীর্ঘদিন ধরেই ওয়ার্নার ব্রাদার্স বিক্রির গুঞ্জন শোনা যাচ্ছিল। কমকাস্ট, প্যারামাউন্ট এবং স্কাইডান্সের মতো বড় কোম্পানিগুলো এই দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছে নেটফ্লিক্স। এর ফলে ‘হ্যারি পটার’, ‘গেম অফ থ্রোনস’, ডিসি এন্টারটেইনমেন্ট এবং এইচবিও-র মতো বিশাল সব ফ্র্যাঞ্চাইজ ও সম্পদ এখন নেটফ্লিক্সের নিয়ন্ত্রণে চলে এলো।

নেটফ্লিক্সের মুখপাত্র টেড সারানডোস জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের কাছে আরও বৈচিত্র্যময় ও মানসম্মত কনটেন্ট পৌঁছে দেওয়া সম্ভব হবে। বাজার বিশ্লেষকদের মতে, নেটফ্লিক্সের এই পদক্ষেপ বৈশ্বিক বিনোদন বাজারে বড় ধরনের পরিবর্তন আনবে এবং স্ট্রিমিং ব্যবসায় প্রতিযোগিতা আরও তীব্র হবে।

উল্লেখ্য, ১৯২৩ সালে যাত্রা শুরু করা ওয়ার্নার ব্রাদার্স ২০২২ সালে ডিসকভারির সঙ্গে একীভূত হয়ে ‘ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি’ হিসেবে নতুনরূপে আত্মপ্রকাশ করেছিল। বর্তমানে এর অধীনে ওয়ার্নার ব্রস স্টুডিও, এইচবিও এবং স্ট্রিমিং সার্ভিস ম্যাক্স-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো রয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত