ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

ভারতের ইশারায় আ.লীগ স্বতন্ত্র প্রার্থী হতে চাইছে: রাশেদ খাঁন

২০২৫ ডিসেম্বর ০৩ ২১:০২:০৫

ভারতের ইশারায় আ.লীগ স্বতন্ত্র প্রার্থী হতে চাইছে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দোসর ও ডামি প্রার্থীরা অংশ নেওয়ার সুযোগ পেলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এক পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন অভিযোগ করেন, ভারতের ইশারায় ও টাকার জোরে আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে আসার পায়তারা করছে। অন্তর্বর্তী সরকার যদি এ বিষয়ে কোনো নমনীয়তা দেখায়, তবে প্রয়োজনে সরকারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটের মাঠে টাকা ছিটিয়ে লাভ হবে না। আওয়ামী লীগের ডামি প্রার্থীরা টাকার জোরে নির্বাচনে নামলে তাদের দেখামাত্রই জুতাপেটা ও ঝাড়ু দিয়ে ধোলাই করবেন। কারণ এই ডামি দোসররাই হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল।’

তবে আওয়ামী লীগের যারা সাধারণ মানুষের ওপর জুলুম-অত্যাচার করেনি, তাদের ওপর কোনো নির্যাতন করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। পথসভায় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত