ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

অবশেষে পেপ্যাল আসছে বাংলাদেশে

২০২৫ ডিসেম্বর ০৩ ১৪:৪৬:০২

অবশেষে পেপ্যাল আসছে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক: দেশে আন্তর্জাতিক ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ করতে গ্লোবাল পেমেন্ট জায়ান্ট পেপ্যাল বাংলাদেশে কার্যক্রম শুরু করার আগ্রহ জানিয়েছেন এমন তথ্য দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেন।

গভর্নর জানান, পেপ্যাল আসলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও রপ্তানিকারকদের আন্তর্জাতিক বাজারে বিক্রি ও পেমেন্ট গ্রহণের বড় সুযোগ তৈরি হবে। বিশেষত ছোট রপ্তানির ক্ষেত্রে ব্যাংকিং এলসি প্রক্রিয়া জটিল হওয়ায় উদ্যোক্তাদের যে কাঠিন্য রয়েছে, পেপ্যাল চালু হলে তা অনেকটাই দূর হবে।

তিনি বলেন, প্ল্যাটফরমটি ব্যবহারের মাধ্যমে ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে অল্প পরিমাণ পণ্য পাঠানো এবং এর বিপরীতে সহজে অর্থ গ্রহণ করা সম্ভব হবে। বর্তমানে আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার অনুপস্থিতিতে আউটসোর্সিংকর্মীরা উপার্জিত অর্থ পেতে নানা বিড়ম্বনার শিকার হন, অনেক সময় পুরো অর্থও হাতে পান না।

পেপ্যাল সম্পর্কে তিনি আরও জানান বিশ্বব্যাপী অনলাইন লেনদেনে অন্যতম নিরাপদ ও বহুল ব্যবহৃত এই সেবা ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ডের সঙ্গে সংযুক্ত হয়ে দ্রুত টাকা পাঠানো–নেওয়া, বিল পরিশোধ ও আন্তর্জাতিক লেনদেনের সুযোগ দেয়। এতে ২০০টির বেশি দেশে লাখো ফ্রিল্যান্সার এবং অনলাইন ব্যবসায়ী নিয়মিত লেনদেন করেন।

শেষ পর্যন্ত তিনি বলেন, বিশ্বজুড়ে জনপ্রিয় ডিজিটাল মানি ট্রান্সফারের এই প্ল্যাটফরমটি অনলাইন কেনাকাটা, বিল প্রদান এবং আন্তর্জাতিক অর্থ গ্রহণ–পাঠানোর মতো কাজে ব্যবহার করা যায়, যা দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত