ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

৭৬টি কম্পনের পর বিশেষজ্ঞদের নতুন সতর্কতা: ঝুঁকিপূর্ণ দেশের তিন প্রধান ফল্টলাইন

২০২৫ ডিসেম্বর ০২ ১৬:৩৫:০৪

৭৬টি কম্পনের পর বিশেষজ্ঞদের নতুন সতর্কতা: ঝুঁকিপূর্ণ দেশের তিন প্রধান ফল্টলাইন

সরকার ফারাবী: ঢাকাসহ সারাদেশে বেড়ে চলা হালকা ভূমিকম্পের ধারাবাহিকতা বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ভূ-প্রাকৃতিক পরিবর্তনের হঠাৎ এই তীব্রতা বাংলাদেশকে এখন আরও নিবিড় পর্যবেক্ষণের আওতায় আনতে বাধ্য করছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুধু ২০২৫ সালেই দেশ ও আশপাশের অঞ্চলে মোট ৭৬টি ভূমিকম্প রেকর্ড হয়েছে। সর্বশেষ সোমবার রাতে অনুভূত ৪.৯ মাত্রার কম্পন সাধারণ মানুষের আতঙ্ককে আরও বাড়িয়ে তুলেছে। উদ্বেগের বড় কারণ সাম্প্রতিক কিছু ভূমিকম্পের উৎপত্তি দেশের অভ্যন্তরেই হচ্ছে। এর মধ্যে ২১ নভেম্বর নরসিংদী অঞ্চলের ইন্ট্রাপ্লেট ভূমিকম্প বিশেষজ্ঞদের কাছে নতুন এক ভূতাত্ত্বিক সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক এ কে এম শাকিল নেওয়াজ সতর্ক করে বলেন, অঞ্চলে টেকটোনিক চাপ ক্রমশ জমা হচ্ছে এবং এর ফলে যেকোনো সময় বড় মাত্রার ‘মেইন শক’ হতে পারে যার মাত্রা রিখটার স্কেলে ৭.৮ বা তার বেশি হতে পারে। তবে এটি সম্ভাব্যতার বিশ্লেষণ, নিশ্চিত পূর্বাভাস নয়। জিপিএস পরিমাপ বলছে, দেশের প্রধান কয়েকটি ফল্টলাইনে সামান্য হলেও প্রতিবছর সরণ ঘটছে যা ভবিষ্যতের ভূমিকম্প ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে।

বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে তিনটি ফল্টলাইন-

সিলেট–ময়মনসিংহ–সুনামগঞ্জ অঞ্চলের দৌকি ফল্ট,

ঢাকা–টাঙ্গাইলের মধুপুর ফল্ট,

চট্টগ্রাম–উপকূলীয় এলাকার চট্টগ্রাম–মিয়ানমার ফল্ট।

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, নগরায়ণের চাপ, ভবন নির্মাণে বিধিনিষেধ না মানা এবং প্রস্তুতির অভাব বড় ধরনের দুর্যোগে পরিণত হতে পারে। এতে পরিবহন ব্যবস্থা, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে বিদ্যুৎ অবকাঠামো পর্যন্ত ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তাদের মতে, ভূমিকম্পের নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব না হলেও ঝুঁকি বিশ্লেষণ, প্রস্তুতি এবং জনগণের সচেতনতা বাড়ানোই ক্ষতি কমানোর একমাত্র কার্যকর উপায়।

ট্যাগ: ভূমিকম্প আবহাওয়া অধিদপ্তর সিভিল ডিফেন্স জরুরি সতর্কতা দুর্যোগ প্রস্তুতি বাংলাদেশ ভূমিকম্প Earthquake Alert ভূমিকম্প সতর্কতা নরসিংদী ভূমিকম্প Earthquake মধুপুর ফল্ট Bangladesh earthquake Madhupur Fault Dauki Fault seismic activity Dhaka tremor seismic risk seismic monitoring ভূমিকম্প সংবাদ ভূমিকম্প প্রস্তুতি Earthquake preparedness ভূমিকম্প গবেষণা earthquake research টেকটোনিক প্লেট ভূমিকম্প সচেতনতা earthquake awareness disaster management চট্টগ্রাম কম্পন ঢাকা ভূমিকম্প খবর সাম্প্রতিক কম্পন ভূতাত্ত্বিক ঝুঁকি দৌকি ফল্ট চট্টগ্রাম মিয়ানমার ফল্ট জিপিএস পরিমাপ ভূকম্পন বৃদ্ধি বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি ভবন নির্মাণ নিয়ম সিলেট কম্পন বাংলাদেশের অবকাঠামো tectonic stress Chittagong Myanmar fault faultline movement GPS tectonics intraplate quake Bangladesh disaster risk recent earthquake news structural safety South Asia quake tremor update emergency readiness earthquake hazard seismic forecast

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত