ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

আজ থেকে কার্যকর হবে জ্বালানি তেলের নতুন দাম

২০২৫ ডিসেম্বর ০১ ০৯:৪২:৪০

আজ থেকে কার্যকর হবে জ্বালানি তেলের নতুন দাম

নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বরের শুরুতেই জ্বালানি বাজারে নতুন ধাক্কা এসেছে। সরকার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন চার ধরনের জ্বালানির লিটারপ্রতি মূল্য ২ টাকা করে বৃদ্ধি করেছে। স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির অংশ হিসেবে নতুন এই দাম আজ সোমবার থেকে কার্যকর হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ রোববার (৩০ নভেম্বর) রাতে জারি করা প্রজ্ঞাপনে ডিসেম্বর মাসের এই নতুন দাম ঘোষণা করে।

নতুন দর অনুযায়ী-

ডিজেল: লিটার ১০৪ টাকা,

কেরোসিন: লিটার ১১৬ টাকা,

পেট্রল: লিটার ১২০ টাকা,

অকটেন: লিটার ১২৪ টাকা।

গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম প্রতি মাসে সমন্বয় করছে সরকার। পাশাপাশি প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, দেশে বছরে প্রায় ৭৫ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যার মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল। কৃষি সেচ, পরিবহন ও জেনারেটর চালাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ডিজেলই। বাকি অংশ পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েল দিয়ে।

অকটেন ও পেট্রল বিক্রিতে সবসময় লাভে থাকে বিপিসি; কিন্তু লাভ-লোকসানের বড় অংশ নির্ভর করে ডিজেলের ওপরই। আগে জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের দাম বিপিসি সমন্বয় করলেও বর্তমানে এ দায়িত্ব পালন করছে বিইআরসি। অন্যদিকে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম সমন্বয় করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

জ্বালানি বিভাগ জানায়, ভারতসহ বিশ্বের বহু দেশে প্রতি মাসেই জ্বালানির দাম নির্ধারণ করা হয়।

স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দর কমলে দেশের বাজারেও দাম কমবে, আবার বাড়লে দেশেও বৃদ্ধি পাবে—এমন নীতিকে আরও শক্তিশালী করতেই নতুন সমন্বয় করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। প্রস্তাব অনুযায়ী, চলতি ২০২৬ সালের... বিস্তারিত