ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
শেয়ারবাজারে পতনের খলনায়ক ৬ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক লেনদেনের প্রথম দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর সূচক ডিএসইএক্স-এ বড় ধরনের পতন দেখা গেছে। আজ রোববার (৩০ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৮ পয়েন্টে। আজকের এই পতনের নেপথ্যে ছিল তালিকাভুক্ত ৬টি কোম্পানি। যাদের সম্মিলিত দরপতন সূচককে মারাত্মকভাবে নিম্নমুখী করেছে। এই ৬টি কোম্পানি সূচককে প্রায় ১০ পয়েন্টেরও বেশি টেনে নামিয়েছে।
সূচক পতনে মূল ভূমিকা রাখা কোম্পানিগুলো হলো— পদ্মা অয়েল, বেক্সিমকো ফার্মা, ইসলামি ব্যাংক, বিএটিবিসি, ওয়ালটন এবং লাফার্জহোলসিম। লক্ষণীয় যে, জ্বালানি, ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংকিং খাতের মতো ভারী শেয়ারগুলোই ছিল আজকের পতনের প্রধান কারণ।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ ঋণাত্মক অবদান রেখেছে পদ্মা অয়েল। আজ ডিএসইর সূচকে কোম্পানিটি প্রায় ৩ পয়েন্ট কমিয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৫০ পয়সা বা ৭.৯১ শতাংশ কমে ১৮০ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। গতকাল কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৯৫ টাকা ৯০ পয়সা। আর কোম্পানিটির শেয়ার দর ১৮০ টাকা থেকে ১৮৪ টাকা ৪০ পয়সা পর্যন্ত উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৩ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ২ পয়েন্ট কমিয়েছে বেক্সিমকো ফার্মা। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ১.৪২ শতাংশ কমে ১১১ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। গতকাল কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১১৩ টাকা ১০ পয়সা। আর কোম্পানিটির শেয়ার দর ১১১ টাকা থেকে ১১৪ টাকা ১০ পয়সা পর্যন্ত উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ১ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ প্রায় ২ পয়েন্ট কমিয়েছে ইসলামি ব্যাংক। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৩০ পয়সা বা ০.৮১ শতাংশ কমে ৩৬ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। গতকাল ব্যাংকটির সর্বশেষ দর ছিল ৩৬ টাকা ৯০ পয়সা। আর কোম্পানিটির শেয়ার দর ৩৬ টাকা ৬০ পয়সা থেকে ৩৭ টাকা পর্যন্ত উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ২৯ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
এছাড়া, সূচক পতনে অবদান রাখা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিএটিবিসি ১ পয়েন্টের বেশি, ওয়ালটন ১ পয়েন্টের বেশি এবং লাফার্জহোলসিম ১ পয়েন্টের বেশি কমিয়েছে। এই ৬টি হেভিওয়েট শেয়ারের সম্মিলিত দরপতনই সপ্তাহের শুরুতে ডিএসইএক্স-এর বড় পতনকে ত্বরান্বিত করেছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত