ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
বার্সেলোনা বনাম আলাভেজ: সম্ভাব্য একাদশ-সরাসরি দেখার উপায়
সরকার ফারাবী: লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে শনিবার বিকেলে নিজ মাঠ ক্যাম্প ন্যু–তে আলাভেজের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। বর্তমানে হান্সি ফ্লিকের দল পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে, রিয়াল মাদ্রিদের চেয়ে তারা মাত্র এক পয়েন্ট পেছনে। অপরদিকে, মৌসুমের প্রথম ১৩ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের ১৪তম স্থানে আছে আলাভেজ।
মুখোমুখি পরিসংখ্যান
ইতিহাস বলে, আলাভেজের বিপক্ষে বার্সেলোনার দাপট অব্যাহত। দুই দলের পূর্বের ৪৯ ম্যাচের মধ্যে ৩৫টিতেই জিতেছে কাতালানরা। গত মৌসুমেও তাদের মাঠে ১–০ গোলে জিতেছিল বার্সা। লা লিগায় আলাভেজ বার্সেলোনার বিপক্ষে শেষ পাঁচ ম্যাচেই পরাজিত হয়েছে।
সর্বশেষ ড্র পেয়েছিল ২০২১ সালের অক্টোবরে। আর বার্সেলোনাকে সর্বশেষ হারিয়েছে ২০১৬ সালের সেপ্টেম্বরে সেদিন ক্যাম্প ন্যু–তেই ২–১ গোলের চমক দেখিয়েছিল তারা।
আলাভেজের বর্তমান অবস্থা
এই মৌসুমে আলাভেজ ১৩ ম্যাচে ৪ জয়, ৩ ড্র ও ৬ হারে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে। টেবিলের ১৪তম স্থানে থাকা দলটি ১৮তম স্থানে থাকা জিরোনার চেয়ে মাত্র চার পয়েন্ট এগিয়ে।
গত মৌসুমে ১৫তম স্থানে থাকা ব্লু অ্যান্ড হোয়াইটস দলটি এবার পারফরম্যান্স উন্নতির লক্ষ্য নিয়ে খেলছে। কোচ এডুয়ার্ডো কৌডেটের দল বার্সার চেয়ে বেশি বিশ্রাম পাওয়ায় তাদের লক্ষ্য হবে ক্লান্ত বার্সেলোনাকে চ্যালেঞ্জে ফেলা।
সাম্প্রতিক ফর্ম
লা লিগা
বার্সেলোনা: L W L W W W
আলাভেজ: W D L W L L
সব প্রতিযোগিতা
বার্সেলোনা: L W D W W L
আলাভেজ: D L W W L L
দুই দলের সম্ভাব্য একাদশ
বার্সেলোনা:
জে গার্সিয়া; কুন্দে, ই. গার্সিয়া, কুবার্সি, বালদে; ডি ইয়ং, ক্যাসাদো; ইয়ামাল, ওলমো, রাশফোর্ড; টরেস।
আলাভেজ:
সিভেরা; অটো, তেনাগ্লিয়া, পাচেকো, ইয়ুসি; ভিসেন্তে, ব্লাঙ্কো, সুয়ারেজ, অ্যালেনা; মার্টিনেজ, বোয়ে।
প্রেডিকশন
বার্সেলোনা ৩–১ আলাভেজ
আলাভেজ ম্যাচটি কঠিন করে তুলতে পারে এবং একটি গোলের সম্ভাবনা রয়েছে। তবে বার্সেলোনার আক্রমণভাগের মান তাদের সহজেই তিন পয়েন্ট এনে দিতে পারে।
কখন ও কোথায় দেখবেন?
লা লিগার ১৪তম রাউন্ডের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার, ২৯ নভেম্বর, নতুন Spotify ক্যাম্প ন্যু–তে।স্পেনের স্থানীয় সময় বিকেল ৪:১৫, বাংলাদেশে ম্যাচটি দেখা যাবে রাত ৯:১৫ মিনিটে।
বাংলাদেশের দর্শকরা বিগিন অ্যাপ (Begin App)–এ ম্যাচটি লাইভ স্ট্রিমিংয়ে উপভোগ করতে পারবেন।
ম্যাচ প্রিভিউ
গত সপ্তাহে অ্যাথলেটিক বিলবাওকে ৪–০ গোলে হারিয়ে ক্যাম্প ন্যু–তে দুর্দান্তভাবে ফিরেছিল বার্সেলোনা। তবে সেই উচ্ছ্বাস বেশিক্ষণ টেকেনি। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে চেলসির কাছে স্ট্যামফোর্ড ব্রিজে ৩–০ গোলের পরাজয় দলটির জন্য বড় ধাক্কা হিসেবে এসেছে। পুরো ম্যাচ জুড়েই ফ্লিকের দল গতি খুঁজে পায়নি।
যদিও চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচের পর বার্সেলোনা ৭ পয়েন্ট নিয়ে সামগ্রিক টেবিলে ১৮তম স্থানে রয়েছে, তবে লা লিগায় তাদের সাম্প্রতিক পারফরম্যান্স দারুণ। রিয়াল মাদ্রিদের কাছে ২–১ ব্যবধানে হারের পর দলটি এলচে, সেল্টা ভিগো ও অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে টানা তিন ম্যাচে জয়ের ধারায় আছে।
এখন লিগে বার্সেলোনার সামনে রয়েছে আলাভেজ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল বেটিসের বিপক্ষে তিনটি ম্যাচ। এরপরই ঘরের মাঠে আইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে বছরের শেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ যা ক্লাবের জন্য ‘মাস্ট-উইন’ হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
- প্রাথমিকের ভাইভা শুরু কবে, লাগবে যেসব কাগজপত্র
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস