ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশে রাতের ভূমিকম্প বেশি প্রাণঘাতী, বলছেন বিশেষজ্ঞরা

২০২৫ নভেম্বর ২৮ ১২:১৯:৫১

বাংলাদেশে রাতের ভূমিকম্প বেশি প্রাণঘাতী, বলছেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক :ভূমিকম্প কখন বেশি হয়—দিনে না রাতে—এ নিয়ে অনেক প্রশ্ন থাকে। তবে ভূতাত্ত্বিকরা বলছেন, ভূমিকম্পের সঙ্গে সময়ের কোনো সম্পর্ক নেই। টেকটোনিক প্লেটের নড়াচড়ার চাপ যখন ভাঙনের পর্যায়ে পৌঁছায়, তখনই ভূমিকম্প ঘটে। অর্থাৎ, দিন হোক বা রাত, যেকোনো সময়ে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে।

বাংলাদেশে গত পাঁচ বছরে ৩৯টি ভূমিকম্পের সময় বিশ্লেষণ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্যে ২৩টি ভূমিকম্প রাতে, সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টার মধ্যে, এবং বাকি ১৬টি দিনে, ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, রাতের সময় মানুষ ঘুমিয়ে থাকে বা ঘরে থাকে, তাই রাতে ভূমিকম্প হলে প্রাণহানির আশঙ্কা বেশি থাকে।

ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার জানান, সাবডাকশন জোনে জমে থাকা শক্তির মাত্র ১ শতাংশের কমই এখন পর্যন্ত নির্গত হয়েছে। ফলে বারবার ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের পথ খুলে দিয়েছে। তিনি আরও বলেন, শুক্রবারের ভূমিকম্পের পর আফটার শক হওয়ার সম্ভাবনা আগে থেকেই ধারণা করা হয়েছিল।

আফটার শক গুরুত্বপূর্ণ কারণ ভূ-অভ্যন্তরের ফাটল বা ফল্ট লাইন দীর্ঘদিন প্রচণ্ড চাপের মধ্যে আটকে ছিল, যা নড়তে শুরু করেছে এবং শক্তি নির্গমনের প্রক্রিয়া চালু করেছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বড় ভূমিকপ্মের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সেই দিন আর বেশি দূরে নেই।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত