ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে যেসব অঞ্চল-দেখে নিন তালিকা
সরকার ফারাবী: ভূমিকম্পের ঝুঁকি বিবেচনা করে বাংলাদেশকে মোট তিনটি ভৌগোলিক জোনে ভাগ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা জোন–১, মাঝারি ঝুঁকির অঞ্চল জোন–২, আর তুলনামূলক নিম্নঝুঁকির এলাকা জোন–৩ হিসেবে চিহ্নিত। আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত একটি মানচিত্রে দেশের ভূমিকম্প–সংবেদনশীল অঞ্চলগুলোর সুনির্দিষ্ট চিহ্নায়ন রয়েছে।
মানচিত্র অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ–পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা জোন–১–এ অন্তর্ভুক্ত, যেখানে কম্পনের আশঙ্কা সর্বোচ্চ। সাধারণত সক্রিয় প্লেট বাউন্ডারি বা ফল্ট লাইনের সংলগ্ন অঞ্চলেই ভূমিকম্পের ঝুঁকি বেশি থাকে। সেই হিসেবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের মোট ৯টি জেলা, টাঙ্গাইল, গাজীপুর ও নরসিংদীর অংশবিশেষ, পুরো কিশোরগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি–রাঙামাটির বড় অংশ উচ্চঝুঁকির তালিকায় রয়েছে। অন্যদিকে খুলনা, যশোর, বরিশাল ও পটুয়াখালীকে অপেক্ষাকৃত নিরাপদ অর্থাৎ জোন–৩ এলাকা হিসেবে ধরা হয়।
১৯৭৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশে অন্তত পাঁচবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ভূকম্পনের অধিকাংশ উৎসস্থল ছিল সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার অঞ্চলে যা ভবিষ্যতেও বড় মাত্রার কম্পনের সম্ভাবনা উড়িয়ে দেয় না। ভারতের আসাম ও মেঘালয়ের সীমান্তবর্তী এলাকা হওয়ায় সিলেট–ময়মনসিংহও দীর্ঘদিন ধরেই উচ্চঝুঁকিতে রয়েছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশের চারপাশে অন্তত পাঁচটি সম্ভাব্য কম্পন–উৎপত্তিস্থল বিদ্যমান। এর মধ্যে প্লেট বাউন্ডারি–১ মিয়ানমার থেকে নোয়াখালী পর্যন্ত বিস্তৃত, প্লেট বাউন্ডারি–২ নোয়াখালী থেকে সিলেট অঞ্চলজুড়ে, আর প্লেট বাউন্ডারি–৩ সিলেট হয়ে ভারতের ভেতরে প্রবেশ করেছে। তাছাড়া ময়মনসিংহের হালুয়াঘাটে ডাউকি ফল্ট এবং মধুপুর ফল্ট রয়েছে যেগুলোও শক্তিশালী ভূমিকম্পের উৎস হিসেবে বিবেচিত।
রাজউকের পরিসংখ্যান বলছে, রাজধানী ঢাকায় প্রায় ২১ লাখ ভবন রয়েছে। এর মধ্যে প্রায় ১৫ লাখ ভবন দ্বিতীয় তলা বা তার কম উচ্চতার ফলে সেগুলোর ঝুঁকি তুলনামূলক কম। কিন্তু বাকি প্রায় ৬ লাখ ভবন ৪ থেকে ৩০ তলা পর্যন্ত উঁচু, আর সেগুলোকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ ধরা হচ্ছে। বড় মাত্রার ভূমিকম্প হলে এসব ভবন ধসে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা তাই ঝুঁকিপূর্ণ কাঠামোগুলো সংস্কারের মাধ্যমে ভূমিকম্প সহনশীল করার ওপর জোর দিচ্ছেন।
ভূমিকম্পকে বিশ্বের সবচেয়ে অনিশ্চিত ও বিধ্বংসী দুর্যোগগুলোর একটি হিসেবে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন এটি আটকানো সম্ভব না হলেও আগাম পূর্বাভাস ও প্রস্তুতি ক্ষয়ক্ষতি অনেক কমাতে পারে। উন্নত দেশগুলোতে এই বিষয়ে বড় ধরনের গবেষণা চলছে। জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ভূমিকম্প পূর্বাভাস প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করছে।
এ প্রসঙ্গে মতামত জানতে চাইলে বুয়েটের অধ্যাপক ডা. মেহেদী আহমেদ আনসারী জানান, বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। সাম্প্রতিক ৫.৭ মাত্রার ভূকম্পন এরই ইঙ্গিত দেয়। তিনি আরও বলেন, ঢাকা থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে হওয়া মাঝারি মাত্রার কম্পনেই যখন ভবনের ক্ষতি হচ্ছে, তখন আরও বড় কম্পন হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। রাজধানীতে এখনো বিল্ডিং কোড মানা ছাড়াই অসংখ্য ভবন নির্মাণ হচ্ছে এটি খুবই উদ্বেগজনক এবং সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের ম্যাচ: কবে, কখন, কোথায়-দেখুন সময়সূচি
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- পরবর্তী ব্রাজিল-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ কবে-প্রতিপক্ষ কারা
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- ঢাবির শীতকালীন ছুটিনিয়ে যা জানা গেল
- আইসিবিকে নতুন তহবিল দেবে না সরকার, ঘুরে দাঁড়ানো আরও কঠিন
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচ-কখন, কোথায়-দেখবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চাপে ভারত-খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE