ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচনে কঠোর নজরদারি: মনিটরিং সেল ও সাইবার ফোর্স গঠন করছে ইসি

২০২৫ নভেম্বর ২৭ ১৯:১৪:৪৮


নির্বাচনে কঠোর নজরদারি: মনিটরিং সেল ও সাইবার ফোর্স গঠন করছে ইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় মনিটরিং সেল এবং সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণে বিশেষ সাইবার সিকিউরিটি সেল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কাউকেই ছাড় না দেওয়ার সতর্ক বার্তা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

নির্বাচনের দিন ভোটকেন্দ্রে স্ট্যাটিক ফোর্স, পুরো নির্বাচনি এলাকায় মোবাইল টহল দল এবং প্রয়োজনে ব্যবহারের জন্য রিজার্ভ ফোর্স মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। ভোটের আগে-পরে আট দিন মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার-ভিডিপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভোটকেন্দ্রের নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরে ইসি সচিব জানান, স্ট্যাটিক, মোবাইল ও সেন্ট্রাল রিজার্ভ এই তিন স্তরের নিরাপত্তা কৌশলে কাজ হবে। অপরদিকে অপতথ্য, গুজব ও সাইবার হামলা ঠেকাতে ইউএনডিপির প্ল্যাটফর্ম ব্যবহারসহ সাইবার মনিটরিং জোরদার করা হবে। জরুরি পরিস্থিতিতে ব্যবহারযোগ্য কন্টিনজেন্সি প্ল্যান, অবৈধ অস্ত্র উদ্ধার ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পার্বত্য অঞ্চলের যোগাযোগ সীমাবদ্ধতার বিষয়টি মাথায় রেখে প্রযুক্তি ব্যবহারের ওপরও জোর দেওয়া হয়েছে।

নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়ে ইসি সচিব জানান, ব্যত্যয় ঘটলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, নির্বাচন কমিশনের নিজস্ব বাহিনী নেই; আইনশৃঙ্খলা বাহিনীর ওপরই নির্ভর করতে হয়। সব বাহিনী প্রতিশ্রুতি দিয়েছে—প্রথম দিন থেকেই মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজন হলে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত