ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
সাইবার সহিংসতার বিরুদ্ধে রুনা খানের সরব কণ্ঠ
বিনোদন ডেস্ক :দেশের নারী হেনস্তার বিরুদ্ধে সরব হয়েছেন দেশের অভিনেত্রীরা। সামাজিক মাধ্যমে নারীর প্রতি হয়রানি বন্ধের লক্ষ্যে ‘মাই নাম্বার, মাই রুলস’ আন্দোলন গড়ে তুলেছেন তারা। এতে শরীরে হয়রানির সংখ্যা লিখে ছবি প্রকাশের মাধ্যমে সচেতনতা তৈরি করা হচ্ছে। এই আন্দোলনে অংশ নিয়েছেন অভিনেত্রী রুনা খানও। ঢাকা মেইলকে তিনি আন্দোলন ও নারী হেনস্তার বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন।
রুনা খান বলেন, “আমার সঙ্গে যোগাযোগ করে প্রিয়া সর্বজয়া আন্দোলনের তথ্য জানিয়ে ১৫ দিনের ক্যাম্পেইনে অংশ নেওয়ার আহ্বান জানালেন। আমরা জানি অনলাইনে পরিচিত মুখও বুলিংয়ের শিকার হয়, তবে চুপ করে বসে থাকা সম্ভব নয়। আমাদের লক্ষ্য অনলাইনে নারীর প্রতি হয়রানি বন্ধ করা।”
তিনি সামাজিক মাধ্যমে নারীর বিরুদ্ধে নোংরা মন্তব্য ও হেনস্তার প্রসঙ্গে বলেন, “আমার ইনবক্সেও অসংখ্য অপরিচিত অ্যাকাউন্ট থেকে অনাকাঙ্ক্ষিত ছবি আসে। তবে এসবের মুখোমুখি অনেক দিন ধরে হচ্ছি, তাই এখন আর তেমন কিছু আসে যায় না। দেশের নারীরা নিরাপদ নয়—গত এক বছরে নারী ধর্ষণ, হত্যার খবর সর্বাধিক বেড়েছে।”
রুনা খান মনে করেন, প্রগতিশীলতার বাস্তব ধারণা সবচেয়ে বেশি প্রান্তিক খেটে খাওয়া নারীদের মধ্যে আছে। তাই একজন সুবিধাভোগী নারী হিসেবে তিনি মনে করেন, অনলাইন ও অফলাইনে নারী সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরি করা তাঁর দায়িত্ব।
প্রচলিত আইনের মাধ্যমে সামাজিকমাধ্যমে নারী হেনস্তা রোধের প্রসঙ্গে তিনি বলেন, “যেখানে ধর্ষণ ও হত্যার বিচার নেই, সেখানে অনলাইনে হেনস্তার বিচার কোথায় পাবেন—এটা জানা যায় না। আমাদের সমাজে ভদ্রতা ও সভ্যতার অভাব আছে, তাই যেকোনো শ্রেণীর পুরুষ নারীকে কটু মন্তব্য করতে পারে। আমরা শুধু সম্মান চাই, অতিরিক্ত কোনো সুযোগ-সুবিধা নয়।”
রুনা খান মনে করেন, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান নারীর প্রতি সহিংসতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, “বুলিং বন্ধ করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে অন্যের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করার শিক্ষা দিতে হবে। সমাজে বিভিন্ন বিশ্বাস, পছন্দ ও চিন্তাধারা থাকবে, তবে এটি সম্মান ও স্বাধীনতার মধ্যে থাকতে হবে।”
বিনোদন কাজের বিষয়ে তিনি জানান, “গত মাসে ‘স্বপ্ন’ নামে একটি টেলিছবির শুটিং শেষ করেছি। সামনে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। মুক্তির অপেক্ষায় আছে ‘বক’, ‘দাফন’ ও ‘লীলা মন্থন’। এছাড়া ‘নিদ্রাসুর’ এবং আরও একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার শুটিং শেষ করতে যাচ্ছি। নতুন সিনেমা নিয়ে প্রাথমিক আলোচনা চলছে।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের ম্যাচ: কবে, কখন, কোথায়-দেখুন সময়সূচি
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে
- পরবর্তী ব্রাজিল-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ কবে-প্রতিপক্ষ কারা
- আইসিবিকে নতুন তহবিল দেবে না সরকার, ঘুরে দাঁড়ানো আরও কঠিন
- ঢাবির শীতকালীন ছুটিনিয়ে যা জানা গেল
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচ-কখন, কোথায়-দেখবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চাপে ভারত-খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- আজ মুখোমুখি হচ্ছে ভারত বনাম বাংলাদেশ: যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট: ৩য় দিনের খেলা শেষ, জানুন স্কোর