ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপংয়ের বিরুদ্ধে প্রতারণা মামলা

২০২৫ নভেম্বর ২৭ ১৩:২৯:৫১

থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপংয়ের বিরুদ্ধে প্রতারণা মামলা

বিনোদন ডেস্ক :সদ্য অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার সহ-মালিক ও থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট। প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার বা ৩০ মিলিয়ন বাত প্রতারণার অভিযোগে একজন প্লাস্টিক সার্জন তার বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালত গত মঙ্গলবার পরোয়ানা জারি করে।

গত সপ্তাহে আয়োজকদের ক্ষোভ, যৌনতাবাদ বিতর্কসহ বিভিন্ন অভিযোগের মধ্যেই শেষ হয় এ বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা। তবে মিস মেক্সিকো বিজয়ী ঘোষণার পর নতুন করে সমালোচনা তৈরি হয় এবং প্রতিযোগিতার সহ-মালিক জাকাপংকে ঘিরে বিতর্ক আরও জোরদার হয়।

জাকাপংয়ের মালিকানাধীন জেকেএন গ্লোবাল গ্রুপ মিস ইউনিভার্স প্রতিযোগিতার সহ-মালিক প্রতিষ্ঠান। এক প্লাস্টিক সার্জন অভিযোগ করেছেন যে ২০২৩ সালে জেকেএনে বিনিয়োগ করতে রাজি করানোর সময় জাকাপং গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করেছিলেন। একই সঙ্গে নির্ধারিত সময়ে বিনিয়োগের অর্থ ফেরত দেওয়ার মিথ্যা আশ্বাস দেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগের ভিত্তিতে আদালত মনে করেছে যে জাকাপং বিনিয়োগকারীকে বিভ্রান্ত করেছেন এবং আর্থিক অবস্থার সঠিক তথ্য উপস্থাপন করেননি। এসব বিবেচনায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বর্তমানে পরোয়ানাটি কার্যকর রয়েছে এবং তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত