ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকায় তাপমাত্রার পতন, বাড়ছে শীত

২০২৫ নভেম্বর ২৭ ০৯:০৫:৫৮

ঢাকায় তাপমাত্রার পতন, বাড়ছে শীত

নিজস্ব প্রতিবেদক:রাজধানী ঢাকায় শীতের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে। গতকালের তুলনায় তাপমাত্রা দ্রুত নামায় আজ বৃহস্পতিবার সকাল ৬টায় শহরের তাপমাত্রা নেমে আসে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা পূর্ব দিনের চেয়ে ২ ডিগ্রি কম। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ, ফলে শীত অনুভূত হচ্ছে আরও তীব্রভাবে।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে, তাতে বলা হয়েছে—আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়াও থাকবে শুষ্ক। একই সঙ্গে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে জানানো হয়েছে।

দিনের তাপমাত্রা আজ প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত