ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি, অস্বাভাবিক ব্যাংক লেনদেন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এবং তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদকের প্রকাশিত তথ্য অনুযায়ী, কমিশনের সহকারী পরিচালক খোরশেদ আলমের নেতৃত্বে গঠিত অনুসন্ধান টিম অভিযোগ যাচাই করে প্রমাণ পায় যে, ফরহাদ হোসেন তার নামে উল্লেখযোগ্য পরিমাণে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন যা আয়ের বৈধ উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
আয়কর নথির তথ্য অনুযায়ী, ফরহাদ হোসেনের মোট সম্পদ ৩ কোটি ৭ লাখ ৮৪ হাজার ৪২৩ টাকা হলেও বৈধ উৎস হিসেবে দেখানো হয়েছে মাত্র ১ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার ১৭১ টাকা। ফলে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৫২ টাকা। এছাড়া, ফরহাদ হোসেনের নামে খোলা ১২টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৪৭১ টাকা জমা এবং ৬ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার ৯৯৬ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে, যা দুদকের মতে ‘অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন’।
অপরদিকে, সৈয়দা মোনালিসা ইসলামের নামে পাওয়া গেছে ৮০ লাখ ৯৩২ টাকা মূল্যের সম্পদ এবং ১৪ লাখ ৫ হাজার টাকা পারিবারিক ব্যয়সহ মোট ৯৪ লাখ ৫ হাজার ৯৩২ টাকা। অনুসন্ধানে দেখা গেছে, তার এই সম্পদের জন্য বৈধ কোনো আয় উৎস দেখানো হয়নি। দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব সম্পদ মূলত ফরহাদ হোসেনের দুর্নীতি ও ঘুষের অর্থ থেকে অর্জিত।
দুদক জানিয়েছে, ক্ষমতার অপব্যবহার, অসাধু উপায়ে সম্পদ অর্জন, আয়ের উৎস গোপন করা এবং অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে ফরহাদ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, সৈয়দা মোনালিসা ইসলামের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের ম্যাচ: কবে, কখন, কোথায়-দেখুন সময়সূচি
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে
- পরবর্তী ব্রাজিল-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ কবে-প্রতিপক্ষ কারা
- আইসিবিকে নতুন তহবিল দেবে না সরকার, ঘুরে দাঁড়ানো আরও কঠিন
- ঢাবির শীতকালীন ছুটিনিয়ে যা জানা গেল
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচ-কখন, কোথায়-দেখবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চাপে ভারত-খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে: প্রতিপক্ষ কারা-জানুন বিস্তারিত