ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

কড়াইল বস্তিতে আগুন, প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা

২০২৫ নভেম্বর ২৬ ১১:০২:২৭

কড়াইল বস্তিতে আগুন, প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা

নিজিস্ব প্রতিবেদক: রাজধানীর কড়াইল বস্তিতে মঙ্গলবার রাতের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, "কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়েছে, তাদের দুঃখ-কষ্ট আমাদের সবার। সরকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।"

তিনি আরও উল্লেখ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট।

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে বস্তির প্রায় দেড় হাজার ঘর-বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেন্টেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

শেষ মন্তব্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সকলকে সংহতি ও সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "আমাদের দায়িত্ব ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা।"

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত