ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্প: আল্লাহর শক্তির সরাসরি নিদর্শন

২০২৫ নভেম্বর ২৫ ১৪:০৬:৩৫

ভূমিকম্প: আল্লাহর শক্তির সরাসরি নিদর্শন

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ঘটে যাওয়া আকস্মিক ভূমিকম্পের ঘটনা শুধু সংখ্যার হিসাব নয়, বরং মানব হৃদয়ে আতঙ্কের প্রতিচ্ছবি সৃষ্টি করেছে। জাহিল ও অজ্ঞ মানুষ প্রাকৃতিক বিপর্যয়কে শুধুই বস্তুগত কারণে সীমাবদ্ধ রাখলেও, কোরআনের দৃষ্টিকোণ থেকে প্রতিটি ঘটনাই আল্লাহর নির্দেশ ও সতর্কবার্তা বহন করে।

আল্লাহ তাআলা আলে ইমরান সুরায় বলেন, পূর্ববর্তী জাতিগুলোর কষ্টকর পরিণতি দেখো এবং শিক্ষা গ্রহণ করো।

কিন্তু অবিশ্বাসীরা আল্লাহর নিদর্শন থেকে চোখ ফেরায়। তারা নবী ও উপদেশকে উদাসীনতায় উপেক্ষা করে। অম্বিয়া সুরায় বলা হয়েছে, মানুষের হিসাব-নিকাশ ঘনিয়ে এলো, তবু তারা উদাসীন। বস্তুবাদী দৃষ্টিভঙ্গি নিয়েই তারা ঘটনাকে দেখার চেষ্টা করে, যেমন তুর সুরায় উল্লেখ আছে, আকাশের একটি টুকরা পড়লেও তারা বলে, ‘এ তো ঘন মেঘ মাত্র।’
ইতিহাসের আদ জাতি যেমন সতর্কতার বাইরে থেকে শাস্তির মুখোমুখি হয়েছিল, ঠিক তেমনি নুহ (আ.)-এর সময় তার পুত্র বস্তুবাদী ধারণায় বাঁচার চেষ্টা করলেও ঢেউ তাকে গ্রাস করেছিল। আল্লাহর সৃষ্টি সবসময় তার আদেশে পরিচালিত হয়; ফুসসিলাত সুরায় আকাশ-জমিনও তার আদেশ মেনে চলে।
কারুনের কাহিনি আমাদের শিক্ষা দেয়, অহংকার ও ঔদ্ধত্য শাস্তির কারণ। আল্লাহর অনুগ্রহ ছাড়া ধন-সম্পদ বা ক্ষমতা রক্ষা করা সম্ভব নয়। আজকের ভূমিকম্পের ঘটনা শুধু দৈব নৈমিত্তিক ঘটনা নয়; এটি আমাদের কর্ম, নৈতিক অবক্ষয় এবং আল্লাহর আইনকে উপহাস করার পরিণতি দেখায়।
পাপ ও অন্যায় সমাজে ছড়িয়ে পড়লে শাস্তি শুধু অপরাধীর জন্য নয়, সামাজিক পরীক্ষার অংশ হিসেবে পুরো সমাজকে স্পর্শ করতে পারে। পাশ্চাত্য দেশের নৈতিক অবক্ষয় থাকলেও আল্লাহর বিচারের ধারা ভিন্ন; তিনি প্রায়ই অবকাশ দেন, যাতে মানুষ বিভ্রান্তির মধ্যে আরও ডুবে যায়, এবং পরিশেষে হঠাৎ শাস্তির কবলে পড়ে।
মুমিনদের ক্ষেত্রে বিপদ আসে শিক্ষা ও সতর্কতার জন্য। আল্লাহর নির্দেশে মানুষকে তাদের কৃতকর্মের স্বাদ দেওয়া হয়, যাতে তারা ফিরে আসে। নবী মুহাম্মদ (সা.) ইতিমধ্যেই সতর্ক করেছেন যে কিয়ামতের আগে জ্ঞান কমে যাবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে এবং ভূমিকম্পের মতো বিপর্যয় বৃদ্ধি পাবে।
অতএব, আল্লাহর প্রতি আন্তরিক প্রত্যাবর্তন ও সতর্কতা আমাদের পার্থিব ক্ষতি থেকে রক্ষা করতে পারে। বিপর্যয় শুধু শাস্তি নয়, এটি শিক্ষা, সতর্কবার্তা এবং পুনরুদ্ধারের আহবান।
ট্যাগ: ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয়, আল্লাহর শিক্ষা, কোরআন, নৈতিকতা, শাস্তি, মুমিন শিক্ষা, ইতিহাসের শিক্ষা, নৈতিক অবক্ষয়, ধর্মীয় শিক্ষা

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত