ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

পুরানা পল্টনে একিউর-এর ১৪তম শাখার বর্ণিল উদ্বোধন

২০২৫ নভেম্বর ২৩ ১৫:০৮:৫৮

পুরানা পল্টনে একিউর-এর ১৪তম শাখার বর্ণিল উদ্বোধন

মো: আবু তাহের নয়ন :রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র পুরানা পল্টনে আজ রবিবার সকাল ১০টায় দেশের অন্যতম নিরাপদ, বিশুদ্ধ ও বিশ্বস্ত খাদ্যপণ্যের ব্র্যান্ড একিউর-এর ১৪তম শাখার বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আধুনিক সাজে সাজানো নতুন শাখাটির মাধ্যমে দীর্ঘদিন ধরে গ্রাহকদের কাছে জনপ্রিয় এ ব্র্যান্ড এখন শহরের কেন্দ্রস্থলেও তাদের পণ্য ও সেবার পরিধি আরও প্রসারিত করল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এই শাখা চালুর ফলে পুরানা পল্টন, পল্টন মোড় ও আশপাশের এলাকাবাসী এখন আরও দ্রুত এবং সহজে একিউরের মানসম্মত পণ্য ক্রয় করতে পারবেন, যা ভেজালমুক্ত খাদ্যের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরানা পল্টন সোসাইটির সাধারণ সম্পাদক ও হাব-এর সাবেক সভাপতি ফারুক আহম্মেদ সরদার। তিনি বলেন, “একিউর শুধু একটি ব্র্যান্ড নয়, এটি গ্রাহকদের মাঝে বিশুদ্ধতার প্রতিশ্রুতি। এ প্রতিষ্ঠান তার গুণগত মানের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে, যা আজকের উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের উপস্থিতিতেই প্রমাণিত।”

তিনি আরও বলেন, রাজধানীর কেন্দ্রস্থলে এ ধরনের একটি শাখা চালু হওয়ায় কর্মজীবী মানুষের জন্য বিশুদ্ধ খাদ্য সহজলভ্য হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলটিমেট গ্রুপের সিও এবং পুরানা পল্টন শাখার একিউর ফুডের ফ্র্যাঞ্চাইজিস মোহাম্মদ ছালামত উল্লাহ, তিনি বলেন, “একিউর ফুড সবসময় গ্রাহকদের জন্য প্রকৃতির আসল স্বাদকে ধরে রাখার চেষ্টা করে।

মান, বিশুদ্ধতা ও গ্রাহকসেবা—এই তিন নীতিতেই আমাদের যাত্রা। নতুন শাখাটিতে আমরা আরও উন্নত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এছাড়া অনুষ্ঠানে ছিলেন একিউর ফুড-এর সিও আব্দুল মতিন, এ এস এম মিজানুর ইসলাম, ওবায়েদুল্লাহ সিয়াম, আবু বকর আলী খান, মোয়াজ্জেম হোসেন রাজু এবং একিউর-এর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা। স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবী, শুভানুধ্যায়ী ও বিপুলসংখ্যক গ্রাহকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “একিউর মানেই—শুদ্ধতার নিশ্চয়তা, প্রকৃত দামে প্রকৃতির পণ্য।” তারা আরও জানান, একিউর প্রতিষ্ঠালগ্ন থেকেই পণ্যের স্বাদ, গুণগত মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ এবং সততা ভিত্তিক নীতি অনুসরণ করে আসছে।

বাজারে যখন ভেজাল খাদ্য নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে, তখন একিউর প্রাকৃতিক উপাদানে তৈরি পণ্য দিয়ে ভোক্তাদের আস্থা ও সন্তুষ্টি অর্জন করেছে।

একিউরের কর্মকর্তারা জানান, পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে নিয়মিত ল্যাব টেস্ট, সঠিক উৎপাদন প্রক্রিয়া, স্বাস্থ্যসম্মত প্যাকেজিং এবং উন্নত সেবা নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশব্যাপী দ্রুত সম্প্রসারণ করছে।

নতুন এই শাখা পুরানা পল্টন এলাকায় কর্মজীবী মানুষ, পরিবার ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত উপকারী ভূমিকা রাখবে।

উদ্বোধন উপলক্ষে পুরানা পল্টন শাখায় দিনব্যাপী ১০ শতাংশ বিশেষ ছাড় ঘোষণা করা হয়। সকালে উদ্বোধনের পর থেকেই শাখায় ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। গ্রাহকরা জানান, একিউরের প্রাকৃতিক গন্ধ, স্বাদ ও মানসম্পন্ন পণ্য তাদের দীর্ঘদিনের আস্থা অর্জন করেছে, এবং নতুন শাখা খোলায় তারা এখন আরও সুবিধা পাবেন।

অনুষ্ঠান শেষে একিউর কর্তৃপক্ষ বলেন,“আমরা গ্রাহকদের হাতে পৌঁছে দিতে চাই প্রকৃতির আসল স্বাদ। আপনার ও আপনার পরিবারের নিখুঁত খাদ্যনিরাপত্তা আমাদের প্রতিশ্রুতি। প্রাকৃতির ঘ্রাণ, প্রাকৃতির স্বাদ—এই অঙ্গীকার নিয়েই একিউর পথচলা অব্যাহত থাকবে।”

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত