ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

সপ্তাহের প্রথম দিনে বাজারে ইতিবাচক সূচনা

২০২৫ নভেম্বর ২৩ ১৫:০১:৪৩

সপ্তাহের প্রথম দিনে বাজারে ইতিবাচক সূচনা

নিজস্ব প্রতিবেদক: আগের সপ্তাহের শেষ কার্যদিবসে দর সংশোধনের চাপে সূচক নিম্নমুখী হয়ে লেনদেন শেষ হয়। তবে নতুন সপ্তাহের শুরুতে সেই নেতিবাচক ধারা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। আজ ২৩ নভেম্বর, রোববার বাজারে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শেষ হয়েছে।

যদিও সূচক বেড়েছে, টাকার অংকে মোট লেনদেন পূর্ববর্তী দিনের তুলনায় কিছুটা কম ছিল। তবুও লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় বাজারজুড়ে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কয়েকদিনের চাপ কাটিয়ে বাজারে স্থিতিশীলতা ফিরছে। তারা আশা করছেন, এই ঊর্ধ্বমুখী প্রবণতা আগামীদিনগুলোতেও অব্যাহত থাকবে। বিনিয়োগকারীরাও বাজারের গতি-প্রকৃতি দেখে আশাবাদী মনোভাব প্রকাশ করছেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১৫.৭৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৭.৬৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৮৩.২৫ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৫০টির দর বেড়েছে, ৮৪টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন ৩৮৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৪৫ কোটি ৪২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৫৯ কোটি ৫০ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৬টির, কমেছে ৫৫টির এবং পরিবর্তন হয়নি ১৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৮০.৩৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ০.৭০ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত