ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

ডিভিডেন্ড পেতে বিনিয়োগকারীদের যে নির্দেশনা দিল ইস্টার্ন লুব

২০২৫ নভেম্বর ২৩ ১৪:৪০:৩২

ডিভিডেন্ড পেতে বিনিয়োগকারীদের যে নির্দেশনা দিল ইস্টার্ন লুব

নিজস্ব প্রতিবেদক: শেয়ারহোল্ডারদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস লিমিটেড। কোম্পানিটি আসন্ন ডিভিডেন্ড বিতরণ প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে সকল বিনিয়োগকারীকে তাদের ব্যক্তিগত ও ব্যাংক সংক্রান্ত তথ্য দ্রুত হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে। এই তথ্য হালনাগাদ করার কাজটি রেকর্ড ডেটের আগেই সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে।

আজ রোববার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, যেসব বিনিয়োগকারী তাদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট অথবা ফোলিও অ্যাকাউন্টে শেয়ার ধারণ করছেন, তাদের সকলেরই মেইলিং ঠিকানা এবং ব্যাংক সংক্রান্ত তথ্য হালনাগাদ করা জরুরি। বিশেষ করে, ডিভিডেন্ড বিতরণের ক্ষেত্রে যাতে কোনো প্রকার জটিলতা তৈরি না হয়, সেজন্য নির্ভুল ব্যাংক তথ্যের উপর জোর দেওয়া হয়েছে।

ইস্টার্ন লুব্রিক্যান্টস যেসব ব্যাংক তথ্য হালনাগাদ করতে বলেছে, তার মধ্যে রয়েছে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, শাখার নাম এবং রাউটিং নম্বর। এর পাশাপাশি, সকল শেয়ারহোল্ডারকে তাদের ১২-সংখ্যার টিআইএন নম্বরটিও সংশ্লিষ্ট বিও/ফোলিও অ্যাকাউন্টে যুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, লভ্যাংশের উপর প্রযোজ্য উৎসে কর সঠিকভাবে সমন্বয় করার জন্য এই টিআইএন নম্বর প্রদান করা বাধ্যতামূলক।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত