ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
নিরাপত্তা নিশ্চিত করতে ঢাবি শিক্ষার্থীরা হল ত্যাগ করছে
নিজস্ব প্রতিবেদক : কয়েক ঘণ্টার ব্যবধানে চার দফা ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হল ত্যাগ করছেন।
সম্প্রতি দুই দিনের মধ্যে চার দফা ভূমিকম্পের কারণে জরুরি পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল ত্যাগের নির্দেশ দিয়েছে। ভূমিকম্প আতঙ্কে বেশিরভাগ শিক্ষার্থী এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও কেউ কেউ মনে করছেন এটি হল ত্যাগের সমস্যার স্থায়ী সমাধান নয়। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর কিছু আবাসিক শিক্ষার্থী নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানসহ তিন দফা দাবিতে রাতভর ভিসির বাসভবনের সামনে অবস্থান করেছেন।
প্রথমে একদিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলেও, শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সিন্ডিকেট জরুরি বৈঠকে ১৫ দিনের ছুটি ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, “রোববার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে হবে। হলগুলো যাচাই-বাছাই করে পরে পুনরায় খোলা হবে। প্রকৌশলীরা ঝুঁকির সামগ্রিক মূল্যায়নের জন্য দুই সপ্তাহ সময় চেয়েছেন।”
ভূমিকম্পের সময় শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনাও ঘটেছে। শুক্রবার তীব্র ভূমিকম্পের পরদিনও কিছু শিক্ষার্থী আহত হন। শনিবার তৃতীয় দফার ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার কারণে শামসুন্নাহার হলে তিনজন, কুয়েত মৈত্রী হলে একজন, বেগম রোকেয়া হলে একজন এবং মাস্টারদা সূর্যসেন হলে একজন আহত হন। এদের মধ্যে পাঁচজনই ছাত্রী। শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাহিত্য বিষয়ক সম্পাদক ইসরাত জাহান সুমনা পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।
সিন্ডিকেটের জরুরি সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও ঝাঁকুনির কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা সর্বাধিক গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করা হয়।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম দিনের খেলা শেষ, দেখুন স্কোর
- ভারত বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ :জানুন সময়সূচি-সরাসরি(LIVE) দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- আজ বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: বিস্তারিত-যেভাবে দেখবেন LIVE
- শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, দেখুন ফলাফল-LIVE
- ভারত বনাম বাংলাদেশ: শুরুতেই লিড নিল হামজারা, সরাসরি দেখুন এখানে(LIVE)
- ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের ম্যাচ: কবে, কখন, কোথায়-দেখুন সময়সূচি
- চলছে ব্রাজিল বনাম তিউনিসিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ আজ: ভারত থেকে খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল