ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

দুই দিনে ৪ বার কম্পন 

বড় ভূমিকম্পের অশনিসংকেত দেখছেন বিশেষজ্ঞরা

২০২৫ নভেম্বর ২২ ২২:৫০:১৩

বড় ভূমিকম্পের অশনিসংকেত দেখছেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় গত দুই দিনে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে শুক্রবার (২১ নভেম্বর) একবার এবং শনিবার (২২ নভেম্বর) তিনবার কেঁপে ওঠে মাটি। আবহাওয়াবিদ ও ভূতত্ত্ববিদরা শনিবারের কম্পনগুলোকে ‘আফটারশক’ বললেও, ঘন ঘন এই কম্পনকে ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস হিসেবে দেখছেন।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, শুক্রবার সকালে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে ৩.৩ মাত্রার কম্পন অনুভূত হয়, যার কেন্দ্র ছিল নরসিংদীর পলাশ। এরপর শনিবার সন্ধ্যায় মাত্র এক সেকেন্ডের ব্যবধানে আরও দুটি কম্পন হয়। সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে ঢাকার বাড্ডাকে কেন্দ্র করে ৩.৭ মাত্রার এবং পরের সেকেন্ডেই নরসিংদীতে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন, ‘বড় ভূমিকম্পের পর সাধারণত এক-দুই সপ্তাহ ধরে আফটারশক হতে পারে। শনিবারের মৃদু কম্পনগুলো আফটারশক। তবে শুক্রবারের ৫.৭ মাত্রার কম্পনটি যদি ‘ফোরশক’ হয়, তবে সামনে আরও বড় ভূমিকম্পের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার সতর্ক করে বলেন, ‘একদিনে তিনটি কম্পন বা আফটারশক হওয়া মানে মাটির নিচে আটকে থাকা শক্তি বের হয়ে আসছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে সামনে আরও বড় ভূমিকম্প হতে পারে। তাই আমাদের এখনই সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে।’

উল্লেখ্য, শুক্রবারের ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন কয়েকশ মানুষ।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত