ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকায় শুষ্ক দিনের ইঙ্গিত, তাপমাত্রায় নেই বড় পরিবর্তন

২০২৫ নভেম্বর ২৩ ০৮:৪১:৪৯

ঢাকায় শুষ্ক দিনের ইঙ্গিত, তাপমাত্রায় নেই বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: দিনের শুরুতেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় থাকবে স্থির ও শুষ্ক আবহাওয়া—এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রার ক্ষেত্রেও বিশেষ কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই।

রোববার (২৩ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকার আঞ্চলিক পূর্বাভাসে জানানো হয়েছে, সকাল থেকেই আকাশ ছিল পরিষ্কার এবং দিনের বাকি সময়টাও আবহাওয়া প্রায় অপরিবর্তিত থেকে শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রাও প্রায় একই থাকছে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে।

এদিকে, গতকাল রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সাথে সারাদেশেই আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের অধিকাংশ এলাকায় রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় আগের মতোই থাকতে পারে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত