ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

রাজধানীর মহাখালীতে বাসে অগ্নিকাণ্ড

২০২৫ নভেম্বর ২২ ২২:৩৫:৩৫

রাজধানীর মহাখালীতে বাসে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালী এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে চলন্ত অবস্থায় ‘বৈশাখী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২২ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনের খবর পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তবে কীভাবে বাসটিতে আগুন লাগল বা এতে কোনো যাত্রী হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত