ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচন নিয়ে জনমনে নানা প্রশ্ন ও শঙ্কা তৈরি হয়েছে: রুমিন ফারহানা

২০২৫ নভেম্বর ২২ ২০:০৩:৫০

নির্বাচন নিয়ে জনমনে নানা প্রশ্ন ও শঙ্কা তৈরি হয়েছে: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

রুমিন ফারহানা বলেন, ‘দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের পাল্টাপাল্টি দাবির কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কেউ বলছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ছাড়া নির্বাচন হবে না, কেউ বলছে গণভোট ছাড়া নির্বাচন নয়, আবার কেউ জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবি তুলছে। এসব কারণেই জনমনে ভীতির সঞ্চার হয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, স্বাধীনতার ৫৩ বছর পর সরকারে না থেকেও যারা সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন, তাদের অনেকেই সেই সুবিধা ছাড়তে রাজি নন। এটিও নির্বাচন নিয়ে সংশয় তৈরির অন্যতম কারণ।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন বলেন, ‘গত ১৭ বছর আমি মজলুম ও নির্যাতিত মানুষের পাশে ছিলাম। দলের নেতাকর্মীদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তাদের মতামতের ওপরই নির্ভর করবে আমার রাজনীতির ভবিষ্যৎ গতিপথ।’

পানিশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সামসুজ্জামানের সভাপতিত্বে জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত