ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড-দেখুন সরাসরি(LIVE)

২০২৫ নভেম্বর ২২ ১৪:১৩:৩৭

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড-দেখুন সরাসরি(LIVE)

সরকার ফারাবী: মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের লড়াই এখন একতরফাভাবে বাংলাদেশের দিকে। প্রথম ইনিংসে ৪৭৬ রান এবং দ্বিতীয় ইনিংসে দ্রুতগতির ২৯৭/৪ ডিক্লেয়ার করে আয়ারল্যান্ডের সামনে ছুড়ে দেওয়া হয়েছে বিশাল ৫০৯ রানের লক্ষ্য। জবাবে আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে, তবে লাঞ্চের পর পর্যন্ত তারা ৩ উইকেটে ৭৮ রানে থমকে আছে। জয়ের জন্য আয়ারল্যান্ডের দরকার আরও ৪৩১ রান, আর বাংলাদেশের প্রয়োজন আরও ৭টি উইকেট। টাইগারদের স্পিন ও পেস আক্রমণ ধারাবাহিক চাপ তৈরি করায় ম্যাচের ভাগ্য মিরপুরেই প্রায় নির্ধারিত হয়ে গেছে।

ম্যাচের আলোচনা

বাংলাদেশের প্রথম ইনিংস: লিটন দাস (১২৮) ও মুশফিকুর রহিম (১০৬)—জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহ।

আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ২৬৫ লোরকান টাকারের ৭৫* ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেননি।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ২৯৭/৪ ডিক্লেয়ার সাদমান ইসলাম ৯১*, মোমিনুল ৬৪ রান।

৫০৯ রানের পাহাড়–আয়ারল্যান্ডের জন্য কার্যত অসম্ভব লক্ষ্য। বাংলাদেশের বোলিংয়ে তাইজুল–মিরাজ–শরিফুলদের নিয়ন্ত্রিত আগ্রাসন। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশ দ্রুত ব্রেকথ্রুর অপেক্ষায়। ম্যাচটি যেকোনো সময় বাংলাদেশের দিকেই চূড়ান্তভাবে ঝুঁকে যেতে পারে।

ম্যাচের তথ্য

ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরসিরিজ: আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর ২০২৫ম্যাচ: ২য় টেস্ট (১৯–২৩ নভেম্বর ২০২৫)বর্তমান অবস্থা: ৪র্থ দিন, ২য় সেশনলক্ষ্য: ৫০৯ রানআয়ারল্যান্ডের স্কোর: ৭৮/৩প্রয়োজন: আরও ৪৩১ রানবাংলাদেশ জয়ের খুব কাছে।

দুই দলের একাদশ:

বাংলাদেশ

সাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, নাহিদুল ইসলাম।

আয়ারল্যান্ড

মারে কমিন্স, পল স্টার্লিং, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, অ্যান্ড্রু বালবির্নি, জর্জ ডকরেল, মার্ক অ্যাডেয়ার, ব্যারি ম্যাককার্থি, ক্রেইগ ইয়াং, ম্যাথিউ হামফ্রিজ।

খেলা দেখবেন যেভাবে

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।

টিভিতে: টি-স্পোর্টস (T Sports), জিটিভি (GTV)অনলাইনে: Rabbithole, Toffee, স্পোর্টস চ্যানেলের অফিসিয়াল ইউটিউব লাইভ (যদি থাকে)লাইভ স্কোর: বিভিন্ন স্পোর্টস অ্যাপ ও ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

ট্যাগ: bangladesh cricket live cricket score mehidy hasan miraz Cricket Live Update টেস্ট ম্যাচ আপডেট Bangladesh cricket news লাইভ ক্রিকেট আপডেট বাংলাদেশ ক্রিকেট খবর Bangladesh spinner Bangladesh Bowling Attack Ireland tour of Bangladesh BAN vs IRE Test BAN vs IRE Live BAN IRE Live Score তাইজুল ইসলাম স্পিন Bangladesh vs Ireland Live Bangladesh Test Match Test Match Live Sher-e-Bangla Stadium বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট আয়ারল্যান্ড ট্যুর অব বাংলাদেশ Bangladesh Lead বাংলাদেশ স্পিন আক্রমণ Ireland second innings BAN vs IRE Updates ক্রিকেট লাইভ স্কোর Dhaka Test লিটন দাস সেঞ্চুরি বাংলাদেশ ক্রিকেট লাইভ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড স্কোরকার্ড Mirpur Test live Liton Das century Taijul Islam bowling বাংলাদেশ ইনিংস আজকের টেস্ট ম্যাচ Cricket Streaming মিরপুর টেস্ট স্কোর বাংলাদেশ দ্বিতীয় টেস্ট আয়ারল্যান্ড ক্রিকেট লাইভ আজকের খেলার স্কোর বাংলাদেশ ডিক্লেয়ার বাংলাদেশ ক্রিকেট ফলাফল মুশফিকুর রহিম রান মিরাজ বোলিং মিরপুর লাইভ ম্যাচ বাংলাদেশ জয়ের সম্ভাবনা BAN vs IRE Day 4 Bangladesh Declaration Mushfiqur Rahim Hundred Bangladesh Victory Chance

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত