ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট: ব্যাটিংয়ে টাইগাররা, দেখুন সরাসরি(LIVE)

২০২৫ নভেম্বর ২১ ১৫:৩০:৩৩

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট: ব্যাটিংয়ে টাইগাররা, দেখুন সরাসরি(LIVE)

সরকার ফারাবী: আয়ারল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের দ্বিতীয় টেস্ট এখন টানটান উত্তেজনার দোরগোড়ায় দাঁড়িয়ে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান ম্যাচের তৃতীয় দিনে এসে বাংলাদেশ আরও শক্তভাবে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। প্রথম ইনিংসে ৪৭৬ রানের বিশাল সংগ্রহ গড়ে নেওয়ার পর আইরিশদের ২৬৫ রানে থামিয়ে টাইগাররা দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়েই ব্যাটিং চালিয়ে যাচ্ছে। তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সামগ্রিক লিড দাঁড়িয়েছে ২৩৭ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশের দাপট

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কিছুটা বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম এবং লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নেয় টাইগাররা।

মুশফিকুর রহিম (১০৬ রান)

২০৬ বলের ধীরস্থির ইনিংসে ৫টি চার মেরে দলকে বড় সংগ্রহে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুশফিক।

লিটন দাস (১২৮ রান)

লিটন ছিলেন সম্পূর্ণ আক্রমণাত্মক। ১৯২ বলে ৮ চার ও ৪ ছক্কায় সাজানো তাঁর ১২৮ রানের ইনিংস ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেয়।

এ ছাড়া মুমিনুল হক খেলেন ৬৩ রানের ইনিংস। নিচের দিকে মিরাজ যোগ করেন ৪৭ রান, আর ওপেনার জয় (৩৪) ও সাদমান (৩৫) দেন ভালো সূচনা।

আইরিশ বোলিংয়ের একমাত্র ভরসা ম্যাকব্রাইন

আয়ারল্যান্ডের স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন একাই লড়াই চালিয়ে যান। ৩৩.১ ওভার বল করে মাত্র ১০৯ রানে তুলে নেন ৬টি উইকেট। ম্যাথু হামফ্রেস ও গেভিন হোয়ে নেন ২টি করে উইকেট।

আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে তাইজুলের ঘূর্ণি ঝড়

জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তবে উইকেটরক্ষক লরকান টাকারের অপরাজিত ৭৫ রান (১৭৫ বল) ছিল ব্যাটিং লাইনআপের একমাত্র আলো। জর্ডান নেইল (৪৯) ও ডোহেনি (৪৬) দলকে ২৬৫ রানে পৌঁছে দেন।

বাংলাদেশের বোলিং আক্রমণে তাইজুল ইসলাম ছিলেন সবচেয়ে উজ্জ্বল। ৩৫.৩ ওভার বল করে ৪ উইকেট তুলে নেন তিনি। খালেদ ও হাসান মুরাদ নেন ২টি করে উইকেট, মিরাজ ও ইবাদত শিকার করেন ১টি করে।

দ্বিতীয় ইনিংসে টাইগারদের লক্ষ্য: বিশাল লিড

২০২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। ৫.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ২৬ রান। জয় ১৭* এবং সাদমান ৯* রানে ক্রিজে আছেন।

বর্তমানে বাংলাদেশের লিড ২৩৭ রান। দ্রুত রানে স্কোর বাড়িয়ে আয়ারল্যান্ডকে বড় লক্ষ্য দেওয়াই এখন দলের প্রধান পরিকল্পনা।

লাইভ দেখতে এখানেক্লিককরুন।

ট্যাগ: bangladesh cricket live cricket score বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট নিউজ বাংলাদেশ ক্রিকেট আপডেট Day 3 Highlights লাইভ ক্রিকেট স্কোর আজকের খেলার খবর Bangladesh vs Ireland বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট আয়ারল্যান্ড ক্রিকেট Bangladesh vs Ireland Test Ireland Cricket BAN vs IRE Test BAN vs IRE Day 3 Test Match Live Sher-e-Bangla Stadium টেস্ট ম্যাচ লাইভ Mirpur Test বাংলাদেশ স্পিন আক্রমণ বাংলাদেশ লাইভ স্কোর আইরিশ ক্রিকেট বাংলাদেশ বোলিং Bangladesh live score ক্রিকেট ম্যাচ রিপোর্ট cricket scorecard মিরপুর টেস্ট বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট bangladesh vs ireland 2nd test মুশফিকুর রহিম সেঞ্চুরি বাংলাদেশ ব্যাটিং Mushfiqur Rahim Century Andy McBrine 6 Wickets লিটন দাস সেঞ্চুরি অ্যান্ডি ম্যাকব্রাইন ৬ উইকেট BAN vs IRE টেস্ট তাইজুল ইসলাম উইকেট Litton Das 128 Taijul Islam 4 Wickets বাংলাদেশ টেস্ট লিড ২য় টেস্ট স্কোর Bangladesh Test Lead শের-ই-বাংলা স্টেডিয়াম তাইজুল ইসলাম বোলিং বাংলাদেশ ইনিংস বাংলাদেশ দ্বিতীয় টেস্ট বাংলাদেশ বনাম আইরল্যান্ড লাইভ বাংলাদেশ টেস্ট দলে মিরপুর ক্রিকেট নিউজ বাংলাদেশ ম্যাচ আজ বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ