ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

ভূমিকম্পের কবলে টেস্ট ম্যাচও, খেলার মধ্যে ঘটল অপ্রত্যাশিত ঘটনা

২০২৫ নভেম্বর ২১ ১১:৩৭:৫৫

ভূমিকম্পের কবলে টেস্ট ম্যাচও, খেলার মধ্যে ঘটল অপ্রত্যাশিত ঘটনা

সরকার ফারাবী: ঢাকা টেস্টে প্রথম ইনিংসে দারুণ আধিপত্য দেখালো বাংলাদেশ। লিটন দাসের অসাধারণ ১২৮ এবং মুশফিকুর রহিমের অবিচল ১০৬ রানের সুবাদে স্বাগতিকরা গড়ে তোলে ৪৭৬ রানের বিশাল সংগ্রহ। আয়ারল্যান্ডের স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন একাই ৬ উইকেট নিলেও বাংলাদেশের রানের পাহাড় ঠেকাতে পারেননি।

আয়ারল্যান্ডের ধীরগতির জবাব

বাংলাদেশের বড় রানের চাপ মাথায় নিয়ে ব্যাটিংয়ে নেমেই ধীরগতির রান তুলতে থাকে আয়ারল্যান্ড। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১৬৫। পল স্টার্লিং (২৭) কিছুটা আগ্রাসী হওয়ার চেষ্টা করলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকা দল ৩১১ রানে পিছিয়ে পড়ে। লরকান টাকার (৩৮*) এবং স্টিফেন ডোহেনি (৪২*) দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও নতুন মুখ হাসান মুরাদ গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন।

ম্যাচে বিরল দৃশ্য: আচমকা ভূকম্পনে খেলা বন্ধ

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ম্যাচে ঘটে বিরল ও অপ্রত্যাশিত ঘটনা। মেহেদী হাসান মিরাজের ওভারের দ্বিতীয় বল শেষে পুরো স্টেডিয়াম অনুভব করে তীব্র ভূকম্পন। হঠাৎ সৃষ্ট কম্পনে মাঠের খেলোয়াড়, আম্পায়ার ও গ্যালারির দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক দর্শক দ্রুত গ্যালারি ছাড়তে শুরু করলে পরিস্থিতি কিছু সময়ের জন্য অস্থির হয়ে পড়ে। কম্পন থেমে গেলে নিরাপত্তা নিশ্চিত করে আম্পায়াররা খেলা পুনরায় শুরু করেন।

তাইজুলের ঘূর্ণিতে ফিরল ম্যাচের মোড়

বিচ্ছিন্নতার পর আবার মাঠে ফিরেই স্পিন আক্রমণে পুরনো ছন্দে ফেরে বাংলাদেশ। অভিজ্ঞ তাইজুল ইসলাম একই ওভারে স্টিফেন ডোহেনি ও অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফিরিয়ে দিয়ে আইরিশ প্রতিরোধ ভেঙে দেন। তার এই জোড়া আঘাতে আয়ারল্যান্ড ফলো-অনের দ্বারপ্রান্তে পৌঁছে যায় এবং ম্যাচে বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনা আরও বেড়ে ওঠে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ