ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

ভারতকে হারিয়ে ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চমক: দেখুন ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থানও

২০২৫ নভেম্বর ২০ ১৯:৫৩:০৯

ভারতকে হারিয়ে ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চমক: দেখুন ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থানও

সরকার ফারাবী: ফিফার প্রকাশিত সর্বশেষ পুরুষ দলের বিশ্ব র‌্যাংকিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইপর্বে ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাওয়া স্মরণীয় জয় এই উন্নতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।

র‌্যাংকিংয়ে তিন ধাপ লাফ

নতুন র‌্যাংকিং অনুসারে, বাংলাদেশ ১৮৩তম স্থান থেকে তিন ধাপ এগিয়ে উঠে এসেছে ১৮০তম অবস্থানে। আগে দলের পয়েন্ট ছিল ৮৯৪, আর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় যুক্ত করেছে অতিরিক্ত ১৭ পয়েন্ট যার ফলে বাংলাদেশের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ৯১১। এই মূল্যবান অগ্রগতি পুরোপুরি অর্জিত হয়েছে ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের ফলে।

নয় বছর পর একটি উল্লেখযোগ্য অর্জন

১৮০তম অবস্থানটি বাংলাদেশের ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সর্বশেষ ২০১৬ সালের মে মাসে বাংলাদেশ ১৭৮তম স্থানে উঠেছিল, যদিও পরের মাসেই আবার ১৮১তম স্থানে নেমে যায়। পরবর্তী সময়ে দলটি অনেক নিচে নেমে গিয়ে একসময় ১৯৭তম অবস্থানেও ছিল। সাম্প্রতিক কয়েক বছর ধরেই র‌্যাংকিং ১৮৩ থেকে ১৮৭-এর মধ্যেই ঘুরপাক খাচ্ছিল। এবার সেই সীমা ভেদ করে ১৮০-এ ওঠা বাংলাদেশ ফুটবলের অগ্রযাত্রাকে নতুনভাবে এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

ভারতের র‌্যাংকে বড় ধাক্কা

অন্যদিকে, ভারতের জন্য পরিস্থিতি সুখকর নয়। ৪৭ ধাপ এগিয়ে থাকা দলটি হঠাৎ করে ৬ ধাপ অবনতি ঘটিয়ে ১৩৬তম থেকে ১৪২তম স্থানে নেমে গেছে। এদিকে, নভেম্বর উইন্ডোতে নেপালের সঙ্গে বাংলাদেশের প্রীতি ম্যাচ ড্র হলেও ফিফার ওয়েবসাইটে তা প্রতিফলিত হয়নি। নেপাল নিজেদের অংশে দুই ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে নেমে গেছে।

বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষে পরিবর্তন

বিশ্ব ফুটবলের শীর্ষ টেবিলেও কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে—

শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন।

আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড যথাক্রমে দ্বিতীয় থেকে চতুর্থ স্থানে রয়েছে।

ব্রাজিল ক্যামেরুনকে হারিয়ে ও তিউনিশিয়ার সঙ্গে ড্র করে পঞ্চম স্থানে উঠেছে। এতে পর্তুগাল ও নেদারল্যান্ডস এক ধাপ পিছিয়ে গেছে।

জার্মানি ও ক্রোয়েশিয়া এক ধাপ এগিয়ে নবম ও দশম স্থানে জায়গা করে নিয়েছে।

বাংলাদেশের এই অগ্রগতি দেখাচ্ছে যে দেশের নতুন প্রজন্মের ফুটবলাররা ধীরে ধীরে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের উপস্থিতি দৃঢ়ভাবে জানান দিচ্ছে।

ট্যাগ: বাংলাদেশ বনাম নেপাল BANGLADESH VS NEPAL বাংলাদেশ ফুটবল FIFA World Ranking বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ স্পোর্টস নিউজ এশিয়ান কাপ বাছাইপর্ব bangladesh football বাংলাদেশ বনাম ভারত bangladesh vs india Bangladesh football news Bangladesh national team Bangladesh sports update Nepal Football international football news Asian Cup qualifiers নেপাল ফুটবল বাংলাদেশ ফুটবল সংবাদ বাংলাদেশ ফুটবল টিম ভারত ফুটবল দল FIFA Ranking Update India Ranking Drop ফিফা র‍্যাংকিং বাংলাদেশ র‍্যাংকিং আপডেট ফিফা আপডেট ভারত ফুটবল র‍্যাংকিং এশিয়ান কাপ খবর বাংলাদেশ ফুটবল ইতিহাস জামাল ভুঁইয়া র‌্যাংকিং উন্নতি ফুটবল বিশ্ব র‌্যাংকিং বাংলাদেশ ফুটবল জয় এশিয়া ফুটবল আপডেট বাংলাদেশ ফিফা পয়েন্ট আন্তর্জাতিক ফুটবল নিউজ ফুটবল র‌্যাংকিং খবর বাংলাদেশ ফুটবল মাইলফলক FIFA points India football ranking global football ranking Asian football news Bangladesh milestone Bangladesh improvement Bangladesh FIFA position football ranking changes Spain top ranking Brazil ranking update Germany ranking news Bangladesh sports performance Bangladesh football success

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ