ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকায় আসছে বড় চমক

২০২৫ নভেম্বর ২০ ১০:৩৬:৩৮

জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকায় আসছে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আসছে। সবার আগে নির্বাচনী মাঠে অবস্থান নেওয়া প্রার্থীরা চূড়ান্ত তালিকায় আনা হচ্ছে, যেখানে শরিক দল, মহিলা, অমুসলিম, জুলাই যোদ্ধা, ছাত্র প্রতিনিধি এবং অন্যান্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে জামায়াত। নির্বাচনী টিম বর্তমানে তালিকা চূড়ান্তকরণের কাজ করছে, যাতে থাকতে পারে বড় চমক।

চলতি বছরের শুরুতেই জামায়াত ৩০০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে মাঠে উপস্থিত ছিল। সব আসনেই তারা একক প্রার্থী হিসেবে প্রার্থী দিয়েছেন, কোনো আসনে একাধিক বা বিদ্রোহী প্রার্থী নেই। প্রার্থীরা ইতোমধ্যেই প্রতিটি ভোটারের কাছে পৌঁছে গেছেন এবং জুলাই সনদের ওপর পাঁচ দফা দাবিতে সমমনা আরও ৭ দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত হয়েছেন।

জামায়াতের শরিকদের জন্য আসন ছাড়ার বিষয়ে বলা হচ্ছে, তারা প্রয়োজনীয় সমন্বয় করছে। শীর্ষ নেতারা নিশ্চিত করতে চাইছেন যে, যাকে যেখান থেকে মনোনয়ন দেওয়া হবে, বিজয়ী হবে তাকে চূড়ান্ত করা হবে। কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের জানিয়েছেন, শরিকরা এখন আসন ভাগাভাগির মধ্যে নেই, বরং জয়ী হয়ে ইসলামকে বিজয়ী করতে চান।

সূত্রমতে, চূড়ান্ত তালিকায় অন্তত ৪ জন সাবেক ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত ৩ জন ভিপি এবং ২ জন জিএসসহ ছাত্র প্রতিনিধিদের মনোনয়ন থাকতে পারে। এছাড়া ঢাকা-৫ আসনে ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কুষ্টিয়ার একটি আসন থেকে জনপ্রিয় আলেম আমির হামজার মনোনয়নও চূড়ান্ত করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানের পর অমুসলিম সম্প্রদায়ও জামায়াতকে বিশ্বাসযোগ্য মনে করছে। তাই একাধিক অমুসলিম প্রার্থী দেওয়া হতে পারে, যেখানে একজন উপজাতি প্রার্থীও থাকতে পারেন। এ ছাড়া চূড়ান্ত তালিকায় প্রথমবারের মতো কয়েকজন উচ্চশিক্ষিত মহিলা প্রার্থী যুক্ত হতে পারেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত