ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি

২০২৫ নভেম্বর ১৯ ০৯:১৬:১৯

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ আরও বড় পরিসরে বাড়ানোর ঘোষণা দিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দীর্ঘদিন ধরে চলমান অর্থনৈতিক সহযোগিতার ধারাবাহিকতায় ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা প্রকাশ করেন তিনি। বুধবার আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (১৮ নভেম্বর) ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ উপস্থিতিতে সাংবাদিকদের তিনি বলেন, “আমার ধারণা, আজ বা আগামীকাল আমরা ঘোষণা দিতে পারব যে ৬০০ বিলিয়ন ডলারের বর্তমান বিনিয়োগ বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করছি।”

তিনি আরও জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে বহু চুক্তি হতে যাচ্ছে, যা বিশাল বিনিয়োগ সুযোগ তৈরি করবে।

সালমানের বক্তব্য শুনে ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেন, “মানে ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হতে যাচ্ছে?” জবাবে সালমান জানান, “অবশ্যই, কারণ আজ যেসব চুক্তি আমরা করছি, তা এই অগ্রগতি নিশ্চিত করবে।”

ট্রাম্প সৌদি ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনি যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে রাজি হয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আর যেহেতু তিনি আমার বন্ধু, তাই এটি হয়তো ১ ট্রিলিয়নও হতে পারে যদিও আমাকে একটু কাজ করতে হবে।” তিনি আরও মন্তব্য করেন, “আমরা ৬০০ বিলিয়ন নিশ্চিতই ধরে নিতে পারি, তবে অংক আরও বাড়ার সম্ভাবনাও আছে।”

যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ এ বৈঠককে সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য ‘একটি গুরুত্বপূর্ণ দিন’ বলে অভিহিত করেন। তিনি জানান, বৈঠকে দুই দেশ একাধিক বড় দ্বিপক্ষীয় চুক্তি করেছে, যদিও এসব চুক্তির বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত