ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

সপ্তাহের মধ্যে সব ব্যানার ও ফেস্টুন সরানোর নির্দেশ

২০২৫ নভেম্বর ১৮ ১৭:২৩:৫৩

সপ্তাহের মধ্যে সব ব্যানার ও ফেস্টুন সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :রাজধানী ঢাকা এখন শহরের নিজস্ব রঙ হারানোর পথে। রাজনৈতিক প্রচারণা, ব্যবসায়িক বিজ্ঞাপন এবং ব্যক্তিগত প্রচারণার স্তূপে শহরের আকাশ দিন দিন ছেয়ে গেছে রঙিন কাপড়, প্লাস্টিক ও কাগজের ভিড়ে। প্রধান সড়ক থেকে অলিগলি—প্রায় প্রতিটি জায়গায় দুলছে ব্যানার, ফেস্টুন ও নানা রঙের পোস্টার। শহরের নিজস্ব সৌন্দর্য হানির পাশাপাশি রাজধানী যেন এক বিশাল প্রচারণা-প্রদর্শনীতে ঢেকে পড়েছে।

এই অবস্থার উত্তরণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আগামী ৭ দিনের মধ্যে অবৈধভাবে সাঁটানো ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং অন্যান্য বিজ্ঞাপন ফলক অপসারণের কড়া নির্দেশ দিয়েছে। অন্যথায় নির্ধারিত সময়ের পর উচ্ছেদ, জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএনসিসি একটি গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের অধীনে থাকা এলাকায় যথাযথ অনুমতি ছাড়া বাড়ি বা ভবনের ছাদ, দেয়ালসহ অন্যান্য স্থানে স্থাপন করা সব ব্যানার, ফেস্টুন, পোস্টার, নামফলক, সাইনবোর্ড, এলইডি ও বিলবোর্ড অবৈধ। যারা এসব বসিয়েছেন, তাদেরকে নিজ দায়িত্বে সরানোর জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত