ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

৫৩ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

২০২৫ নভেম্বর ১৮ ১৭:০৮:১৮

৫৩ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতির কারণে রংপুর বিভাগের ৫৩ জনকে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি থেকে বাদ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ পদক্ষেপ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১ (৪) ধারা এবং Rules of Business 1996 Gi Schedule-1-এর ক্রমিক নম্বর ২৩ অনুযায়ী এই ৫৩ জনের গেজেট বাতিল করা হয়েছে।

এ ব্যাপারে উপদেষ্টা ফারুক ই আজম পূর্বে জানিয়েছেন, “আগের তালিকাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে এবং সংবাদমাধ্যমেও এসেছে যে, কিছু তালিকাভুক্ত ব্যক্তি জুলাই আন্দোলনে আহত হননি বা আন্দোলনে অংশগ্রহণ করেননি। সরকার সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে যাচাই করছে।”

এর আগে গত ৩ আগস্ট শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করা হয়েছিল। বর্তমানে শহীদদের সংখ্যা ৮৩৬ জন। তবে এবারই প্রথমবার জুলাই যোদ্ধাদের গেজেট বাতিল করার পদক্ষেপ নেওয়া হলো। সরকারি তালিকায় ‘অতি গুরুতর আহত’ (ক), ‘গুরুতর আহত’ (খ) এবং ‘আহত’ (গ) এই তিন শ্রেণিতে মোট আহত বা জুলাই যোদ্ধা সংখ্যা দাঁড়িয়েছে ১৩,৮০০ জন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত