ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

ট্রাইব্যুনাল এলাকায় আজও সাঁজোয়া যান ও কড়া নিরাপত্তা

২০২৫ নভেম্বর ১৮ ১৪:১৮:৫৮

ট্রাইব্যুনাল এলাকায় আজও সাঁজোয়া যান ও কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক :মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়ার পর মঙ্গলবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা বজায় ছিল। হাইকোর্টের প্রধান ফটক অতিক্রম করতেই দেখা যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন, আর ট্রাইব্যুনালের মূল প্রবেশদ্বারের কাছে সাঁজোয়া যানসহ সেনাসদস্যরা দায়িত্ব পালন করছিলেন। পুলিশের পাশাপাশি ট্রাইব্যুনাল চত্বরের ভেতরে ও বাইরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল।

সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।

২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানে ১,৪০০ জন নিহত এবং ২৫ হাজারের বেশি আহত হওয়ার ঘটনায় এই রায় ঘোষণা করা হয়।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। রায়ে দুজনের সমস্ত সম্পত্তি রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়।

রায়ের সঙ্গে যুক্ত অন্যান্য তথ্য অনুযায়ী, ট্রাইব্যুনালের সম্প্রচার বাংলাদেশ টেলিভিশন, রয়টার্স এবং দেশি-বিদেশি গণমাধ্যমে সরাসরি প্রচার করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়; সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবও দায়িত্ব পালন করেন।

রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা, প্রসিকিউটর মিজানুল ইসলাম, আইনজীবী মো. আমির হোসেনসহ মামলার বিভিন্ন কর্মকর্তা ও আসামিপক্ষের আইনজীবীরা। আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা, ডাকসু ও ছাত্রদল নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা ট্রাইব্যুনালে উপস্থিত থেকে রায় শোনেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

স্বর্ণবাজারে নতুন রেকর্ড

স্বর্ণবাজারে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধাক্কার খবর এলো। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাবে স্থানীয় বাজারে সোনার মূল্য বাড়ানোর ঘোষণা... বিস্তারিত