ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

মানবপাচারের ফাঁদ পেরিয়ে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

২০২৫ নভেম্বর ১৮ ১৫:০৮:১৯

মানবপাচারের ফাঁদ পেরিয়ে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭০ জন বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৬টার দিকে বুরাক এয়ারলাইন্সের ইউজেড২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

জানা গেছে, ফেরত আসা বেশিরভাগ বাংলাদেশি সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ পৌঁছানোর আশায় মানবপাচারকারীদের সহায়তায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেককে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও শারীরিক নির্যাতনের মুখে পড়তে হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

ফেরত যাত্রীদের বরণ করে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং আইওএম কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। জনসচেতনতা বাড়ানোর অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাবাসিতদের প্রতি তাদের দুর্ভোগের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানায়। আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সরবরাহ করা হয়।

গানফুদা ডিটেনশন সেন্টার থেকেই প্রত্যাবাসন কার্যক্রম তদারকি করেন লিবিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। তিনি সরাসরি উপস্থিত থেকে সব প্রক্রিয়া দেখভাল করেন এবং ফেরতপ্রাপ্তদের বিদায় জানান।

অভিবাসীদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ পথই একমাত্র নিরাপদ ও টেকসই উপায়। তিনি সবাইকে দেশে ফিরে প্রয়োজনীয় দক্ষতা অর্জন, সরকারি প্রশিক্ষণ গ্রহণ এবং বৈধ প্রক্রিয়ায় বিদেশ গমনের বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে উৎসাহিত করেন।

রাষ্ট্রদূত আরও জানান, অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা কেবল ঝুঁকিপূর্ণই নয়—এটি ব্যক্তি, পরিবার এবং পুরো দেশের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দেশে ফিরে শুধু চাকরির অপেক্ষায় না থেকে নিজেদের অভিজ্ঞতা ও শ্রমকে কাজে লাগিয়ে ছোট ও মাঝারি উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত