ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

যৌথভাবে বৃহত্তর নির্বাচনী ঐক্য গড়ে তোলা হচ্ছে: ডা. তাহের

২০২৫ নভেম্বর ১৫ ২১:২৮:৪২

যৌথভাবে বৃহত্তর নির্বাচনী ঐক্য গড়ে তোলা হচ্ছে: ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান যে বিএনপি গঠন করেছিলেন, তখন দলটি বড় ও জনপ্রিয় ছিল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বেও বিএনপি ছিল দেশের প্রধান দল। কিন্তু আজকের জরিপে দেখা যাচ্ছে, বিএনপি বড় দল হলেও জনপ্রিয়তা হারিয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়ন জামায়াতের আয়োজনে গুনবতী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের আরও বলেন, বাংলাদেশের রাজনীতি অত্যন্ত নোংরা। স্বাধীনতার পর থেকে রাষ্ট্রপতিদের হত্যার ঘটনা ঘটেছে। ৫৪ বছরে রাজনীতিতে হত্যা, খুন, চুরি, ডাকাতি ও দুর্নীতি যেন বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। মানুষ এবার আর মাস্তান, চাঁদাবাজ বা দখলবাজদের ভোট দেবে না। নতুন চার কোটি ভোটার এই ধরনের চ্যাম্পিয়নদের আর ভোট দেবেন না।

তিনি উল্লেখ করেন, বিএনপির বাইরে থাকা দলগুলোর সঙ্গে যৌথভাবে বৃহত্তর নির্বাচনী ঐক্য গড়ে তোলা হচ্ছে। যদি তা সফল হয়, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এরা সরকার গঠন করবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কাউকে নির্যাতন করা হবে না। জনগণ একটি নতুন বাংলাদেশ দেখবে—যেখানে থাকবে না সন্ত্রাস, না দুর্নীতি।

ডা. তাহের জানান, জামায়াতের দুই মন্ত্রীর বিরুদ্ধে কখনও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। গ্রেপ্তারের পরও দুদক কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি এবং পরে বিষয়টি তথ্যগত ভুল হিসেবে স্বীকার করেছে। বিভিন্ন সময়ে জামায়াতের ৬২ জন এমপি ছিলেন, কিন্তু কারো বিরুদ্ধে কোনো মামলা বা প্রমাণিত দুর্নীতি নেই।

জনসভায় সভাপতিত্ব করেন গুনবতী ইউনিয়ন জামায়াতের আমির মো. ইউসুফ মেম্বার। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডা. মন্জুর আহমেদ সাকির। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান এবং ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদ সদস্য ভিপি শাহাব উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আইয়ুব আলী ফরায়েজী, ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইবরাহীম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন, এবং বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা মেশকাত উদ্দিন সেলিম।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত