ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ না হলে দুর্নীতি কমবে না: ড. দেবপ্রিয়

২০২৫ নভেম্বর ১৫ ১৯:০৭:৩০

নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ না হলে দুর্নীতি কমবে না: ড. দেবপ্রিয়

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে প্রকৃত জনপ্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করা এবং ব্যয় নিয়ন্ত্রণে আনা—এ দুটিই এখন জনগণের প্রধান প্রত্যাশা বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে, নির্বাচনী ব্যয় লাগামহীন থাকলে দেশে দুর্নীতি হ্রাস করাও কঠিন হয়ে পড়বে।

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর পবার বায়া এলাকায় একটি উন্নয়ন সংস্থার হলরুমে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আঞ্চলিক পরামর্শসভায় তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, নির্বাচন এখন আর অনিশ্চয়তার বিষয় নয়, বরং অবধারিত একটি ঘটনা। সবাই আশাবাদী যে এটি যথাসময়ে, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তার মতে, এই নির্বাচনের ফলই ভবিষ্যতের বাংলাদেশ গঠনের গতি ও কাঠামোকে নতুন মাত্রা দেবে।

তিনি আরও উল্লেখ করেন, অতীতে নেতারা বলতেন আর জনগণ শুনত—এ প্রেক্ষাপট এখন বদলে গেছে। জনগণ এখন সিদ্ধান্তমূলক ভূমিকা চান। তাদের চাওয়া—যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হোক এবং নির্বাচনী ব্যয়ের লাগাম টানা হোক। জনগণের দৃঢ় বিশ্বাস, ব্যয় নিয়ন্ত্রণে না আনলে দুর্নীতি দমনও সম্ভব হবে না।

পরামর্শসভার মুক্ত আলোচনায় শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন।

আলোচনায় উঠে আসে— আসন্ন নির্বাচনে গঠিত সরকার যেন সুশাসন, জবাবদিহি, স্বচ্ছতা নিশ্চিত করে এবং বিশেষ করে রাজশাহীর সামগ্রিক উন্নয়নকে কেন্দ্র করে নেওয়া দাবি ও প্রত্যাশাগুলো যাতে অগ্রাধিকার পায়।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জানুয়ারি)

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন... বিস্তারিত